গুয়াহাটি: সিঙ্গাপুরে শো করতে গিয়ে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে সাঁতার কাটতে গিয়ে মারা যান জুবিন গর্গ (Zubeen Garg)। তাঁর মৃত্যু স্বাভাবিক নয়, বরং সেটি খুন বলে দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সেই বিশেষ দলটি শুক্রবারই গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা করে।
বিরাট বিরাট চারটি ট্রাঙ্কে করে কয়েকশো সাক্ষীর বয়ানের ভিত্তিতে একটি কয়েক হাজার পাতার বিরাট চার্জশিট জমা করে তদন্তকারী কমিটি। সেই চার্জশিটে চার জনের বিরুদ্ধে খুনের মামলা জায়ের করা হয়। প্রয়াত গায়কের ভাই সন্দীপন গর্গকে হোমিসাইডের জন্য বুক করা হয়েছে। খুনের দায়ে অভিযুক্ত চার জনের মধ্যে সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালের প্রধান আয়োজক শ্যামকানু মোহন্তর নাম রয়েছে।
এছাড়াও রয়েছে সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী এবং অমিতপ্রভ মোহন্তর নাম। গায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বরা ও প্রবীণ বৈশ্যকে ৩১সি ধারায় অভিযুক্ত করা হয়েছে। এই ধারা অনুযায়ী টাকা তথা সম্পত্তির বিষয়ে বিশ্বাস ভঙ্গ অভিযুক্ত হয়েছেন তাঁরা। এই চার্জশিট পেশ করার পরেই অসমের মুখ্যমন্ত্রী জানান, 'আমরা কথা দিয়েছিলাম এবং সেইমতো বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট পেশ করেছি। কয়েকজনকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছে।'
তিনি যোগ করেন, 'প্রধান চার্জশিটের সঙ্গে প্রায় ১২ হাজার পাতার ডকুমেন্ট, সাক্ষীদের জবানবন্দি আমরা জমা দিয়েছি। অত্যন্ত সাবধানে এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। যদিও সিঙ্গাপুর থেকে বহু ডকুমেন্ট আনানো হয়েছে, তবে আমাদের নিজেদের ডকুমেন্টের মাধ্যমেই আমরা গোটা বিষয়টা প্রমাণ করেছি। আমরা এমনভাবে চার্জশিট তৈরি করেছি যে অসম থেকে জোগাড় করা নথিই যেন আমাদের অভিযোগগুলি প্রমাণ করার জন্য যথেষ্ট হয়। প্রচুর খাটা খাটনি এবং দীর্ঘ তদন্তের পর চার্জশিটটা জমা দেওয়া হয়েছে। এবার গোটটা আদালতের আওতায়। আদালতই আমাদের ন্যায় দেবে।'
তবে অসমের তদন্তকারী কমিটি চার্জশিট পেশ করে দিলেও সিঙ্গাপুর পুলিশ বাহিনিও এই ঘটনায় স্বতন্ত্রভাবে নিজেদের তদন্ত করছে। তাদের তরফে প্রাথমিকভাবে জানানো হয় জুবিন গর্গের মৃত্যুতে কোনও অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে গোটটা সম্পূর্ণ করতে তিন মাস লাগতে পারে বলেই খবর।