নয়াদিল্লি : শনিবার, ১ জুন সপ্তম (Seventh Phase) ও শেষ দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। এই পরিস্থিতিতে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে (Social Media Post) একটি ফটো শেয়ার করে একাধিক বেটিং মার্কেট থেকে ভোটের ফল নিয়ে মতামত প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট পোস্টে News24-র লোগোর মতো দেখতে লোগো ব্যবহার করা হয়েছে।

  


বিভিন্ন পরিচিত বেটিং মার্কেটের ভবিষ্যদ্বাণী উল্লেখ রয়েছে ফটোতে। এই মার্কেটগুলির মধ্যে রয়েছে- রাজস্থানের Phalodi Satta Bazar, কর্ণাটকের Belgaum Satta Bazar ও পশ্চিমবঙ্গের Kolkata Satta Bazar।


গ্রাফিক অনুযায়ী, অধিকাংশ বেটিং মার্কেটই I.N.D.I.A ব্লকের ক্ষেত্রে ২০০-র বেশি আসনের ভবিষ্যদ্বাণী করেছে। কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সংখ্যা গরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন NDA প্রায় ২৫০-২৬০টি আসন পেতে পারে বলে মত প্রকাশ করা হয়েছে। সংখ্যা গরিষ্ঠতা ২৭২-এর থেকে সামান্য কম।


একটি পোস্টে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “#Breaking: Satta Bazar puts the NDA number below the majority mark of 272 and gives a near majority to the Congress-led INDIA alliance. Interesting…”


একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই গ্রাফিকাল ইমেজটি শেয়ার করে দাবি করেছেন, তৃতীয় বারের জন্য ফিরছেন না নরেন্দ্র মোদি। 


যদিও LOGICALLY FACTS-এর অনুসন্ধানে উঠে এসেছে, News24 এই ধরনের কোনও ফটো পাবলিশ করেনি। ভাইরাল গ্রাফিকটি জাল।


সত্যটা কী ?


টেমপ্লেটে যে লোগো ব্যবহার করা হয়েছে তাতে “NEWS 24 THINK FIRST,”-এর পরিবর্তে বলা হয়েছে- “NEWS 2024 THINK FIRST”। তাতে ইঙ্গিত রয়েছে গ্রাফিকটি জাল।  


বেটিং মার্কেটের ভবিষ্যৎ বাণী নিয়ে এ ধরনের কোনও কিছু পাবলিশ করেনি News24। ভাইরাল ইমেজে যে লোগোটি ব্যবহার করা হয়েছে সেটি পোর্টালের প্রকৃত লোগোর থেকে আলাদা। এই খবরের চ্যানেলের এক সঞ্চালক বিষয়টি নিশ্চিত করেছেন বলে LOGICALLY FACTS-এ প্রকাশিত। তাই এই দাবিটি জাল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে LOGICALLY FACTS এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Betting markets predict 200+ Lok Sabha seats for INDIA bloc? Viral News24 graphic is fake) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।