কলকাতা: লোকসভা ভোটের আবহে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, 'বিজেপি জানে তাদের ১০০ শতাংশ নিশ্চিত। সেই কারণেই ইভিএমে কারিকুরি করার জন্য বেনিয়ম, অসাংবিধানিক কাজ করছে। আদালতের নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া উচিত।'


কী দেখা যাচ্ছে এই ভিডিওতে?
যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি VVPAT-এর স্লিপ সরাচ্ছেন। এই ভিডিওটি ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং ব্যবহারকারীদের অনেকে দাবি করছেন এটি এই বছরের অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘটনা। 




এই ভিডিওটি কি আদৌ সত্যি?
এই ভাইরাল হওয়া ভিডিওটি আসলে গত ২০২২ সালের ডিসেম্বর মাসের। এইবারের অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে এর কোনও যোগ নেই।


 






কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল?
গুগল লেন্স সার্চের সাহায্যে এই ভিডিওর বিভিন্ন Keyframe-এর  রিভার্স ইমেজ সার্চ করে যা পাওয়া গিয়েছে...


দেখা গিয়েছে এই একই ভিডিও ক্লিপটি এর আগে X প্ল্যাটফর্মে Shenaz- নামে এক হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছিল


২০২২ সালের ১৩ ডিসেম্বরে এই ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছিল। সেখানে ক্যাপশনে লেখা ছিল, 'গুজরাতে অভূতপূর্ব জয়। ওই রাজ্যের একটি স্ট্রং রুমের ছবি। ভাবনগর বিধানসভা ক্ষেত্র।'


ওই ভিডিওর কমেন্ট সেকশনে গুজরাতের ভাবনগরের কালেক্টর ও জেলাশাসকের রিপ্লাইও দেখা গিয়েছে।


ম্যাজিস্ট্রেট জানিয়েছিলেন যে ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে VVPAT স্লিপ সরিয়ে একটি কালো এনভেলপে ঢোকানো হচ্ছিল।


পরে নির্বাচনের কাজে যাতে VVPAT ব্যবহার করা যায় তার জন্য এই কাজটা হয়। পুরো প্রক্রিয়া রেকর্ড হয়।


 






টিম WebQoof ECI-এর ওয়েবসাইটে একটি নথি খুঁজে পেয়েছে। সেখানে বলা হয়েছে, ভোটের পরে VVPAT স্লিপ কীভাবে সরাতে হবে। সেখানে বলা হয়েছে...


VVPAT থেকে ভিভিপ্যাট পেপার স্লিপ সরিয়ে ফেলতে হবে, সেগুলি মোটা কালো কাগজের খামে ভরে লাল মোম দিয়ে সিল করতে হবে।


এই নিয়মটি গুজরাতের জেলাশাসক যা জানিয়েছেন তার সঙ্গে মিলে যাচ্ছে। 




পরিশেষে: এই ভিডিওটি ঠিক কোথায় রেকর্ড করা হয়েছে এবং এটি কবে রেকর্ড করা হয়েছে। তার নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এটা নিশ্চিত যে এটা পুরনো ভিডিও এবং এর সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কোনও যোগ নেই।


দ্য কুইন্ট কর্তৃক ফ্যাক্ট চেক আর্টিকলটি এবিপি লাইভ বাংলা কর্তৃক অনুদিত ও অনুলিখিত


আরও পড়ুন: ABP আনন্দর নামে ভুয়ো পোস্ট করে প্রচার ! গুজবে নজর দেবেন না, সতর্ক থাকুন