সম্প্রতি একটি সংবাদপত্রের ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সংবাদপত্রের ক্লিপিংটি ছিল অমর উজালার। সেখানে প্রধানমন্ত্রী মোদির ভাই প্রহ্লাদ মোদিকে উদ্ধৃত করে বলা হয়েছে, "তিনি সন্ন্যাসী হওয়ার জন্য বাড়ি থেকে চলে যাননি। গয়না চুরির জন্য নরেন্দ্র মোদিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল"। 


একই সংবাদপত্রের ক্লিপিং সত্য যাচাইয়ের জন্য 24*7 ফ্যাক্ট লাইন নম্বর 9049053770 এ পাঠানো হয়েছিল।




আর্কাইভ লিঙ্ক


এই ছবির সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করতে গিয়ে জানা যায় যে ভাইরাল হওয়া সংবাদপত্রের ক্লিপিংটি ভুয়ো। সত্যতা যাচাইও করা হয়েছে।


ফ্যাক্ট চেক


ভাইরাল সংবাদপত্রের ক্লিপিংয়ে প্রকাশিত তারিখ ছিল ২ জুন ২০১৬৷ সেই সময় অমর উজালার ২ জুন ২০১৬ সংস্করণটিতে তদন্ত করে ছবির সত্যতা যাচাই করে দেখা হয়৷ ফলস্বরূপ, আমরা উক্ত তারিখে অমর উজালার সংস্করণের সংরক্ষণাগারভুক্ত সংস্করণটি পেয়েছি। কিন্তু ভাইরাল হওয়া সংবাদপত্রের ক্লিপিং হিসেবে কোনও খবর পাওয়া যায়নি। 


রিভার্স কিওয়ার্ড সার্চ করে ২ জুন ২০১৬-এ প্রকাশিত অমর উজালা চেক করে দেখা হয়। সেখানে বলা হয়েছে, “প্রহ্লাদ মোদিকে উল্লেখ করে অমর উজালার নামে একটি জাল খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ খবরের সঙ্গে অমর উজালার কোনও সম্পর্ক নেই। অমর উজালা এ ধরনের ভুয়ো খবর প্রচারের তীব্র নিন্দা জানায়। অমর উজালা নামে এই ভুয়ো খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অমর উজালার পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”




আর্কাইভ লিঙ্ক 


ফ্যাক্ট ক্রেসেন্ডোও এই বিষয়ে আরও তথ্য পেতে প্রহ্লাদ মোদির কাছে পৌঁছয়। প্রহ্লাদ মোদি বলেন, “অমর উজালার খবরটি যখন আমার নজরে আসে, তখন আমি তাদের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করি এবং তাকে জিজ্ঞাসা করি কি হচ্ছে। কারণ আমি কখনও কারও সঙ্গে দেখা করিনি বা এমন কোনও বক্তব্যও দেইনি। আমি বলেছিলাম তাদের বিরুদ্ধে অভিযোগ করব। তারপর সম্পাদক আমাকে আশ্বস্ত করলেন যে তিনি একটি অভিযোগ দায়ের করবেন কারণ এটি জাল। তিনি আমাকে একটি এফআইআর কপিও পাঠিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। কিন্তু এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কখনো এ ধরনের বক্তব্য দেইনি।”


Conclusion


তদন্ত থেকে জানা গিয়েছে ভাইরাল হওয়া সংবাদপত্রের ক্লিপিং ভুয়ো। অমর উজালা কখনও এই ধরনের শিরোনাম সহ একটি রিপোর্ট প্রকাশ করেননি এবং প্রহ্লাদ মোদিও এমন কোনও বিবৃতি দেননি।




ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে ফ্যাক্ট ক্রেসেন্ডো এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে