নয়াদিল্লি : চতুর্থ দফার লোকসভা ভোট শেষ করে এবার পঞ্চম দফার ভোটের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। আগামী ২০ মে রয়েছে এই দফার ভোট। এই পরিস্থিতিতে ভোট সংক্রান্ত নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। এর মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "আমি জানি না যারা ২০১৪-তে ক্ষমতায় এসেছিল, তারা ২০২৪-এ ক্ষমতায় থাকতে পারবে কি না।" এই ভিডিওটি শেয়ার করার সময় একাংশ সোশাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন, চলতি লোকসভা ভোটের মধ্যেই, ২০২৪-এ নরেন্দ্র মোদির জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন নীতিশ কুমার। শুধু তাই নয়, ইউজাররা এই ভিডিওটি শেয়ার করে ব্যঙ্গও করেছেন। কেউ কেউ লিখেছেন, নীতিশ কুমার আবার বিজেপি ছাড়ার চেষ্টা করছেন।


সত্যিটা কী ?


ফ্যাক্ট চেক-


এই ভিডিও নিয়ে অনুসন্ধান চালায় Fact Crescendo। তারা Google-এ Keyword ও Reverse Image সার্চ করে দেখে। তাতে ABP News ইউটিউব চ্যানেলের একটি ভিডিও উঠে আসে। এই ভিডিওয় ভাইরাল ভিডিওর বৃহত্তর সংস্করণ দেখা যায়। ২০২২ সালের ১০ অগাস্ট এটা আপলোড করা হয়েছিল। তাতে স্পষ্ট, ভাইরাল ভিডিওটি পুরনো। সম্প্রতি চলা লোকসভা ভোটের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই। চ্যানেলে এই ভাইরাল ভিডিওর অংশ ১৮.৫০ মিনিটের মাথায় দেখা যাবে।


প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে শপথ নেওয়ার পর বিহার রাজভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন নীতিশ কুমার। সেখানে অঙ্গভঙ্গি করে তিনি বিজেপিকে আক্রমণ করেন। এক প্রশ্নের উত্তরে তিনি এও বলেন, '২০১৪ সালে যারা এসেছিল তারা ২০২৪-এর পরে কি থাকতে পারবে ?' সেই সময় তিনি ২০২৪ সালে নরেন্দ্র মোদির জয় নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। 


আরও অনুসন্ধানে, ভাইরাল ভিডিওর উপর প্রতিবেদন পাওয়া যায়। দেখুন এখানে


৮ মবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতিশ কুমার বলেছিলেন, '২০১৪ সালে যারা এসেছিল তারা ২০২৪-এর পরে কি থাকতে পারবে ? আমি চাই, সব বিরোধী দল ২০২৪-এর জন্য একজোট হোক।' NDA ছাড়ার পর, বিহারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে নাম না করে আক্রমণ করেন। নীতিশ বলেন, 'যারা মনে করে যে বিরোধীরা শেষ হয়ে যাবে, আমরা বিরোধী শিবিরে যোগ দিয়েছি। মানুষ যেটা করতে চাই সেটা তাদের করা উচিত।'


বিজেপিতে নীতিশের প্রত্যাবর্তন-


২০১৩ সালে বিজেপি ছাড়ার পরেও, ২০১৫ সালে বৃহত্তর জোটের নেতা হিসাবে জিতেছিলেন নীতিশ। ২০১৭ সালে সেই জোট ছেড়ে দেন। এরপর ২০২০ সালে NDA-র নেতা হিসাবে জয়লাভেও সফল হন। ২০২০ সালে ফল বেরনোর পর, ২০২২ সালে বিজেপির সঙ্গ ছেড়ে দেন নীতিশ। এরপর RJD-র সঙ্গে মিলে সরকার গঠন করেন। যদিও, এই জোটও স্থায়ী হয়নি। ২০২৩ সালে নীতিশ কুমার আবার বিজেপির সঙ্গে জুড়ে যান। এই মুহূর্তে একজোট হয়ে লোকসভা ভোটে লড়ছে BJP  ও JDU।


এই পরিস্থিতিতে Fact Crescendo-র অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ভাইরাল ভিডিওয় যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর। 


ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে LOGICALLY FACTS এবং শক্তি কালেক্টিভের (Fact Check : The Viral Video Of Nitish Kumar Expressing Doubt Over PM Modi’s Victory In 2024 Is Not Recent) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।