মুম্বই: রোহিত শর্মা (Rohit Sharma) ইতিমধ্যেই টেস্ট এবং টি-টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন । এবার তিনি হঠাৎ করেই ওয়ান ডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন ! সোমবার সকাল থেকে এ নিয়ে জল্পনা তৈরি হয়ে যায় । অনেকেই রীতিমতো দুর্দান্ত কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানাতে থাকেন হিটম্যানকে ।

Continues below advertisement

আসলে, রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যা তাঁর ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণার সঙ্গে যুক্ত করা হচ্ছে । এই ছবি খুব ভাইরাল হয়েছে, যা দেখে মানুষজন দাবি করতে শুরু করেন যে, 'হিটম্যান' ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন । এই ছবি এবং ভাইরাল দাবির সত্যতা কতটা? 

রোহিত শর্মা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর হেলমেটের একটি ছবি শেয়ার করেছেন । এই ছবির উপরে তিনি ২০২৩ সালের ২৩শে জুনের তারিখ লিখেছেন, এছাড়াও তিনি লিখেছেন যে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি সবসময় গর্বিত । এই ছবি সামনে আসার সঙ্গে সঙ্গেই কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় দাবি করতে শুরু করেন যে, রোহিত ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন ।

Continues below advertisement

আসলে, রোহিত শর্মা এই স্টোরিটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে । তবে অবসর সম্পর্কিত বিষয়ে তিনি তাঁর পোস্টে কিছুই লেখেননি । এছাড়াও, ভারতীয় ক্রিকেট বোর্ডও রোহিতের অবসর নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি । যে কারণে তাঁর ওয়ান ডে থেকে অবসর সম্পর্কিত সমস্ত দাবি ভিত্তিহীন ।

পরের ম্যাচ কবে খেলবেন রোহিত শর্মা?

যেহেতু রোহিত শর্মা এখন শুধুমাত্র ওয়ান ডে ম্যাচগুলিতেই ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন, তাই তিনি সম্ভবত আগামী অগাস্ট মাসে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পারেন । উল্লেখ্য, টিম ইন্ডিয়াকে অগাস্ট মাসে ৩টি ওয়ান ডে ম্যাচের একটি সিরিজের জন্য বাংলাদেশ সফর করতে হবে । এই বছর টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনটি করে ওয়ান ডে ম্যাচ খেলতে হবে । যদি রোহিত সব ম্যাচের জন্য উপলব্ধ থাকেন, তবে ২০২৫ সালের শেষ পর্যন্ত তাঁকে মাত্র ৯টি ম্যাচে খেলতে দেখা যাবে ।

রোহিত শর্মা ২৭৩টি ওয়ান ডে ম্যাচে ১১,১৬৮ রান করেছেন । তিনি ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করা ব্যাটারও । ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন । ওয়ান ডে কেরিয়ারে তাঁর নামে ৩২টি সেঞ্চুরি এবং ৫৮টি হাফসেঞ্চুরিও রয়েছে ।