কী দাবি?
নির্বাচনের সময় ভোটাররা ইভিএম মেশিন ভেঙে দিয়েছে । পোস্টের আর্কাইভ এখানে দেখুন ।
ফ্যাক্ট
ভাইরাল ভিডিওটির সত্যতা জানার জন্য, প্রথমে গুগলে এই সম্পর্কিত কীওয়ার্ডগুলি অনুসন্ধান করা হয়েছে। ১২ মে, ২০২৩-এ YouTube অ্যাকাউন্ট 'KADAK' - এ আপলোড করা একটি ভিডিও পাওয়া গিয়েছে । ভিডিও রিপোর্টে এই ঘটনাটি কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় ঘটেছে বলে বর্ণনা করা হয়েছে। খবরে বলা হয়েছে, এই ঘটনাটি ঘটেছে মহীশূরে। যেখানে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইভিএম মেশিন ভেঙে ফেলে।
আরও পড়ুন, কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন শাহরুখ খান? সত্যিই কি তাই?
News 18 এই ভিডিওটি ১২ মে, ২০২৩-এ শেয়ার করেছে। News 18 এর রিপোর্ট নিশ্চিত করা হয়েছে যে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মহীশূরে। যেখানে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইভিএম মেশিন ভেঙে ফেলে। ঘটনার জেরে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়েছিল বলে জানা গিয়েছে। পুরো ঘটনাটি ভোটকেন্দ্রে লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে। একইসঙ্গে ঘটনার সময় পুলিশ আধিকারিকদের ভোটকেন্দ্রের ভিডিও করতেও দেখা গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজয় নগর থানার পুলিশ।
১২ মে, ২০২৩-এ, দ্য হিন্দুও উক্ত ঘটনার উপর সংবাদ প্রকাশ করে। কর্ণাটকের মহীশূরে ভোট দিতে যাওয়া এক ব্যক্তির হাতে ইভিএম নষ্ট হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সন্দেহ করছে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।
তদন্তে পাওয়া প্রমাণ থেকে এটা বোঝা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাবিটি বিভ্রান্তিকর। কারণ এই ইভিএম ভাঙার ঘটনাটি ২০২৩ সালের।
Conclusion: Missing Context
Sources
Report published by Hindu, Dated May 12, 2023.
Media report by News 18 Virals, Dated May 12, 2023.
Media report by Kadak, Dated May 12, 2023.
এই প্রকাশিত প্রতিবেদনটি নিউজচেকার কর্তৃক প্রকাশিত এবং এবিপি লাইভ বাংলার অনুবাদ করা শক্তি কালেক্টিভের অংশ হিসেবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে