হায়দরাবাদ : সবে শেষ হয়েছে দ্বিতীয় দফা। লোকসভা ভোটের আবহে এবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল আপ নেত্রী অতিশীর একটি ভিডিও। যেখানে তাঁকে বলতে শোনা গেছে, বিজেপিকে পরাস্ত করতে গিয়ে যদি কোনও ব্যক্তির ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্নচিহ্ন থাকে, এমনকী গুন্ডা বা ঠগ ব্যক্তিকেও ভোট দিতে দ্বিধা করবেন না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভিডিওটি চলতি লোকসভা ভোটের প্রচারের জন্য। সত্যি কি তাই ?


ভিডিওয় অতিশীকে বলতে শোনা যাচ্ছে, "এটা আমাদের দায়িত্ব যে এমন একজন প্রার্থী/দলকে ভোট দেওয়া যিনি বিজেপিকে পরাস্ত করতে পারবেন। এদেশে একা কোনও দল বিজেপিকে হারাতে পারবে না। একাধিক রাজ্যে আঞ্চলিক দলগুলি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। উত্তরপ্রদেশে শুধুমাত্র এসপি-বিএসপির জোট বিজেপিকে হারাতে পারবে। কাজেই, প্রার্থী যেমনই হোক, সেই জোটকেই ভোট দিতে হবে। যদি প্রার্থী একজন গুন্ডাও হয়, তবুও বিজেপিকে হারাতে আমাদের তাকে ভোট দিতে হবে ।"


ভিডিওটি শেয়ার করে এক এক্স ব্যবহারকারী লিখছেন, "যদি কোনও গুন্ডাকে ভোট দিতে চান, তাহলে গুন্ডাকেই ভোট দিন, কারণ মোদিকে হারাতেই হবে- অতিশী মারলেনা। ওঁরা রাজনীতি পাল্টাতে এসেছেন।" 


ফ্যাক্ট চেক-


NewsMeter খতিয়ে দেখেছে, এই ভিডিওটি ২০১৯ সালের। Keyword দিয়ে সার্চ করে ২০১৯ সালে ২৮ এপ্রিল The Indian Express-এ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, তিকোণা পার্কে একটি জনসভায় বক্তব্য রাখার সময় অতিশী বলেছিলেন, এসপি-বিএসপির জোট উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে পারে। যদি তাদের প্রার্থীদের অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড থাকে, বিজেপিকে হারাতে তাতেও তাঁকে ভোট দেওয়া উচিত। 


২০১৯ সালের ১৯ এপ্রিল Okhala Times ইউটিউব চ্যানেলে প্রকাশিত অতিশীর সম্পূর্ণ বক্তৃতাও তুলে ধরে ওই সংবাদ সংস্থা। যার শিরোনাম 'Atishi Marlena at Tikona Park।' ভিডিও অনুযায়ী, আপ নেত্রী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তাতে যদি প্রার্থীর ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্নচিহ্ন থাকে তাতেও তাঁকে ভোট দিয়ে জেতাতে বলেছেন।



ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে NewsMeter এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Viral Video of AAP's Atishi asking people to vote for goondas instead of BJP is from 2019 Elections) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।