নয়াদিল্লি : উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্র (UP’s Raebareli Loksabha Constituency) থেকে ভোটে লড়ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওই কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার পর তিনি নাকি অযোধ্যার রামমন্দিরে গিয়েছিলেন। সম্প্রতি একাধিক সোশাল মিডিয়া ব্যবহারকারী কংগ্রেস নেতার একটি ভিডিও শেয়ার করে এমনই দাবি করেছেন। শুধু তা-ই নয়, একাংশ তাঁকে বিদ্রুপ করে 'জয় শ্রী রাম' ও 'মোদি মোদি' স্লোগান তুলেছেন। কিন্তু, আদৌও কি এই দাবি সত্যি ? PTI Fact Check ডেস্কের অনুসন্ধানে উঠে এসেছে, রাহুল গান্ধীর একটি পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও সামনে আনা হয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ ধাম মন্দিরে গিয়েছিলেন কংগ্রেস নেতা। সেই ভিডিওটিই মিথ্যা দাবি করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।


গত ৩ মে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রাকে সঙ্গে নিয়ে রাহুল রায়বরেলির মনোনয়ন জমা দেওয়ার পরপরই সোশাল মিডিয়ায় রাহুল গান্ধীর ওই ভিডিও ছড়িয়ে পড়ে। 


কী দাবি ?


৬ মে এক ফেসবুক ব্যবহারকারী রাহুল গান্ধীর মন্দির দর্শনের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দাবি করা হয়, অযোধ্যায় রামমন্দির দর্শনের সময় তাঁর সামনে একদল লোক 'জয় শ্রী রাম' ও 'মোদি মোদি' স্লোগান তুলেছেন। রায়বরেলির লোকসভা ভোটের মনোনয়ন জমা দেওয়ার পর সেখানে তিনি গিয়েছিলেন। ওই পোস্টের ক্যাপশনে লেখা, আজ মনোনয়ন জমা দেওয়ার পর, পাপ্পু আবার ব্রাহ্মণ হয়ে গেছেন এবং অযোধ্যা গিয়েছিলেন। মানুষজন তাঁকে স্বাগত জানিয়েছেন 'জয় শ্রী রাম' ও 'মোদি মোদি' স্লোগানে। 


এখানে পোস্ট দেখুন


কী উঠে এল অনুসন্ধানে ?


এনিয়ে অনুসন্ধানে নেমে PTI Fact Check ডেস্ক  InVid Tool-এ ওই ভিডিও সার্চ করে। সেখানে একাধিক KeyFrame পাওয়া যায়। Google Lens-এ একটি  KeyFrame চালিয়ে দেখা যায়, একই দাবি করে একাধিক ফেসবুক ব্যবহারকারী সেই ভিডিও শেয়ার করেছেন।


আরও অনুসন্ধানে দেখা যায়, বিজেপি নেতা সত্য কুমার যাদব ৩ ফেব্রুয়ারি একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, গান্ধীরা ভাবেন তাঁদের বহু পুরনো কৌশল ব্যবহার করে হিন্দুদের ঠকাতে পারবেন। কিন্তু, আর নয় ! আমাদের দেশের হিন্দুরা আর আমাদের মন্দিরে  #SanatanaDharma-কে ঘৃণাকারীদের দেখতে চান না। যে-ই @RahulGandhi দেওঘরে পৌঁছেছেন, তাঁকে 'গো ব্যাক' স্লোগানে স্বাগত জানানো হয়েছে। এটাই দেশের প্রকৃত মেজাজ!!


এখানে দেখুন পোস্টটি


দেখা যায়, বিজেপির শেয়ার করা এই ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওর মতোই। এরপর ডেস্ক কাস্টমাইজড সার্চ করে দেখে, The Times OF India ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি একটি ভিডিও রিপোর্ট প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনের ক্যাপশন ছিল, “Crowd raises ‘Modi, Modi’ chants as Rahul Gandhi visits Baba Baidyanath Dham in Jharkhand”


এখানে দেখুন


প্রতিবেদন অনুযায়ী, ২ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডে পৌঁছয় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। পরের দিন তিনি বাবা বৈদ্যনাথ ধামে প্রার্থনা করেন। কংগ্রেস নেতা যেই ঝাড়খণ্ডের দেওঘরের বিখ্যাত জ্যোতির্লিঙ্গে পৌঁছন, বিশাল স্লোগান ওঠে। বহু সংখ্যক মানুষ 'রাহুল গান্ধী জিন্দাবাদ' স্লোগান তোলেন। কিন্তু হঠাৎ তা পাল্টে যায় 'মোদি মোদি' স্লোগানে। 


শেষমেশ ডেস্ক এই সিদ্ধান্তে পৌঁছেছে, সংশ্লিষ্ট ভিডিওটি ফেব্রুয়ারি মাসে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ঝাড়খণ্ডের দেওঘরে পৌঁছনোর সময়ের। 


ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে PTI এবং শক্তি কালেক্টিভের (Fact Check : PTI Fact Check: No, Rahul Gandhi did not visit Ram Mandir in Ayodhya after filing Lok Sabha nomination from Raebareli; old video shared with misleading claim ) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।