সম্প্রতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এর পরেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের অবিস্মরণীয় অবদানের কথা স্বীকার করে তাদের ভূয়সী প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত হওয়া লোকসভা নির্বাচনের ফল কংগ্রেসের পক্ষে যাচ্ছে দেখেই মোহন ভাগবত নিজের মনোভাব পরিবর্তন করে কংগ্রেসের প্রশংসা করা শুরু করেছেন।


ওই ভিডিওতে আরএসএসের সরসংঘচালক মোহন ভাগবতকে বলতে শোনা যাচ্ছে, আমাদের দেশের মানুষের রাজনীতি বোঝার বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। রাজনৈতিক সচেতনতা থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ নাগরিকদের তাদের ক্ষমতায় আনা উচিত যাদের দেশ চালানোর ক্ষমতা ও যোগ্যতা রয়েছে। এই কারণেই একটি দারুণ আন্দোলন কংগ্রেস পার্টি হিসেবে গড়ে উঠেছে। তারা এমন সব প্রতিথযশা ব্যক্তিদের তৈরি করেছে যাঁরা আজও আমাদের অনুপ্রাণিত করেন। যাদের আন্দোলন সাধারণ মানুষকেও স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল। আমাদের স্বাধীনতার পাওয়ার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা।


একজন টুইটারাট্টি ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ও মাই গডসে, কেন আচমকা মোহন ভাগবত কংগ্রেস দল ও তাদের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন।


আসল ঘটনা


নিউজমিটারের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে জানানো হয়েছে যে এই দাবিট সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ মোহন ভাগবতের ওই ভিডিওটি ২০২৪ সালের নয়। তাঁর ওই বক্তব্যটি ২০১৮ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বারা আয়োজিত ২০১৮ সালের একটি অনুষ্ঠানেরষ


ওই ভাইরাল ক্লিপে আমরা দেখতে পাই যে সেখানে হিন্দুস্তান টাইমসের লোগো রয়েছে। আর তাতে তারিখ উল্লেখ করা হয়েছে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর। যেটা ভিডিওর একদম বাঁদিকে ওপরে রয়েছে। আমরা একটি নির্দিষ্ট কী ওয়ার্ড সার্চ করে দেখি যে ওই সংবাদপত্রের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর। ভিডিওটির শিরোনামে ছিল মোহন ভাগবত বলছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কংগ্রেস।   


ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর মোহন ভাগবতের নেতৃত্বে আরএসএস তিনদিনের একটি আলোচনা সভার আয়োজন করেছিল দিল্লিতে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোহন ভাগবত স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি তারা যে প্রচুর প্রথিতযশা মানুষের সৃষ্টি করেছিল তা উল্লেখ করেন। 


ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে দ্য প্রিন্ট এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।