লোকসভা নির্বাচন চলাকালীন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ও বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্যের একটি ভিডিয়ো। ২৫ সেকেন্ডের ওই ভিডিয়োতে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি ৩৫টি আসন পেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, "বিজেপি ৩৫টি আসন পেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে"- এই হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। "বাংলার মা বোনেরা সিদ্ধান্ত নিন, আপনার লক্ষ্মীর ভান্ডার চাই না,, বিজেপিকে চাই।" (আর্কাইভ লিঙ্ক)




Fact Check/ Verification


ভাইরাল হওয়া ওই ভিডিওটির একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই যে, লকেট চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুকে পেজে ১৭ মে ওই একই ভিডিও পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, "বিজেপি জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে! এইভাবে মিথ্যা প্রচার করে ভোটে জিততে চাইছে তৃণমূল।"




ওই পোস্টে তিনি আরও অভিযোগ করেন যে খবরের কাগজের সঙ্গে একটি ভুয়ো লিফলেট বিলি করেছে তৃণমূল। যাতে তাঁর মুখ ব্যবহার করে বলা হয়েছে, বিজেপি ৩৫ আসন পেলে লক্ষ্ণীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে, সম্পূর্ণ প্রচারটি ভুয়ো বলে দাবি করেন লকেট চট্টোপাধ্যায় এবং রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন তিনি। ভিডিওটিতে কোথাও লকেট চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়নি, জিতলে বা ৩৫টি আসন পেলে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে।


এছাড়া আরও খুঁজলে শুভেন্দু অধিকারীর জনসভার একটি ভিডিও আমাদের নজরে পড়ে। যেখানে তৃণমূলের দাবি উড়িয়ে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করেছিলেন যে ক্ষমতায় এলে অন্নপূর্ণার ভাণ্ডার শুরু করবে বিজেপি। হাজার নয়, তাতে সরকারের তরফে ৩০০০ টাকা করে মহিলাদের দেওয়া হবে।


Conclusion


সুতরাং এখান থেকে স্পষ্ট, ৩৫টি আসন পেলে বা বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে, এমন কোনও মন্তব্য লকেট চট্টোপাধ্যায় করেননি। ভাইরাল ভিডিওটি সম্পাদিত। 


Result: Altered Video


Source


Video by Locket Chatterjee, dated May 17, 2024


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Fact Check : NCP-র সাংসদ ছিলেন, পরে যোগ দেন TMC-তে, আজমল কাসভের আইনজীবী ছিলেন মজিদ মেমন?


ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজচেকার এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।