নয়াদিল্লি: উৎসবের মরশুমে Realme তাদের স্মার্টফোনে ডিসকাউন্ট দিচ্ছে। কোম্পানি ‘Connect for Real Diwali’ ট্যাগলাইন সহ সেলের শুরু করেছে। এই সেলে Realme C15-র দামে খুব ভালো ছাড় দেওয়া হচ্ছে। এই ফোন ১৫০০ টাকা কম দামে পাওয়া যাবে। এর 3GB Ram ও 32GB ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। এই সেলে তা পাওয়া যাবে ৮,৪৯৯ টাকায়। এছাড়াও 4GB Ram ভ্যারিয়েন্ট ১০,৯৯৯ টাকার পরিবর্তে পাওয়া যাবে ৯,৪৯৯ টাকায়।
চিনের স্মার্টফোন প্রস্তুতকারী রিয়েলমি সম্প্রতি তাদের C সিরিজের C15 স্মার্টফোন লঞ্চ করেছে। C15 স্মার্টফোন আজ রাত ৮ টায় অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে। সি ১৫ স্মার্টফোন ফ্ল্যাশ সেলে Realme.com-এও কেনা যেতে পারে। মিড রেঞ্জের সেগমেন্টে রিয়েলমি সি ১৫ রেডমি ৯ প্রাইমকে টক্কর দিচ্ছে।
স্পেশিফিকেশন
রিয়েলমি C15 স্মার্টফোনে 6.5 ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে মিডিয়াটেক হেলিও G35 চিপসেট ব্যবহার করা হয়েছে। C15 স্মার্টফোনের স্টোরেজ এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা কোয়াড সেটআপ সহ রয়েছে। সেলফি নিতে স্মার্টফোনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনের ব্যাটারি 6000mAh।
রেডমি ৯ প্রাইমের সঙ্গে টক্কর এই ফোনের। রেডমি প্রাইমের 4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। অন্যদিকে, 64GB ও 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। রেডমি ৯ প্রাইমে রয়েছে 6.53 ফুল এইচডি প্লাস ডিসপ্লে। স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও G80 চিপসেট ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সিঙ্গল ক্যামেরা। এর ব্যাটারি 5020mAh।
উৎসবের মরশুমে Realme-র ফোনে মিলছে দামে বিশেষ ছাড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2020 03:23 PM (IST)
উৎসবের মরশুমে Realme তাদের স্মার্টফোনে ডিসকাউন্ট দিচ্ছে। কোম্পানি ‘Connect for Real Diwali’ ট্যাগলাইন সহ সেলের শুরু করেছে। এই সেলে Realme C15-র দামে খুব ভালো ছাড় দেওয়া হচ্ছে।
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -