নয়াদিল্লি: ভারতে চালু হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ পে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) ছাড়পত্র পাওয়ার পর ইউপিআই পেমেন্টের জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ চালু করেছে তাদের বানানো টাকা আদান-প্রদানের ইন্টারফেস।
ভারতে এই মুহূর্তে ৪০ কোটি লোক ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র জোগাড়ের পর প্রাথমিকভাবে ২০ কোটি ইউপিআই ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ পে ইউজ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে লাগবে না কোনও ওয়ালেট। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে ইউপিআই ব্যবহার করে করা যাবে টাকা আদান-প্রদান। ইতিমধ্যে যাদের ফোনে অ্যাপটির বিটা ভার্সান রয়েছে তারা ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ পে। যদি তেমনটা না থাকে সেক্ষেত্রে দেখে নিন কীভাবে যুক্ত হবেন বিষয়টির সঙ্গে।
১) স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২) একদম ডানদিকে উপরে থাকা তিনটি ডটে ক্লিক করুন। বেছে নিন ‘পেমেন্টস’ অপশন
৩) বেছে নিন ‘অ্যাড পেমেন্টস মেথড’
৪) আপনার ব্যাঙ্ক নির্বাচন করুন
৫) ‘ভেরিফাই ভায়া এসএমএসে’ ক্লিক করুন।
হোয়াটসঅ্যাপে যে নম্বর ব্যবহার করছেন, সেটিই যুক্ত থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তবেই সম্পূর্ণ হবে ভেরিফিকেশন।
৬) ভেরিফিকেশনের পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে ক্লিক করুন ‘ডান’-এ।
এই মুহূর্তে শুধুমাত্র পিয়ার টু পিয়ার তথা দুটি ইউপিআই অ্যাড্রেস বা আরও সহজ করে বলতে গেলে দুই কনট্যাক্টের মধ্যেই সীমাবদ্ধ হোয়াটসঅ্যাপ পে। আস্তে আস্তে তা সম্পূর্ণরূপে কার্যকরী হবে। অনলাইন পেমেন্টস বা বাকি সুবিধা নিতে অপেক্ষা করতে হবে কিছুদিন। ততদিন বন্ধুবান্ধব-আত্মীয়স্বজন বা কাজের ক্ষেত্রে কাউকে টাকা আদান-প্রদানের জন্য ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ পে।
গুগল পে, পেটিএম, ফোন পে-কে টেক্কা দিতে এবার হোয়াটসঅ্যাপ পে, জেনে নিন যোগ দেওয়ার ধাপগুলো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Nov 2020 05:50 PM (IST)
হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে লাগবে না কোনও ওয়ালেট। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে ইউপিআই ব্যবহার করে করা যাবে টাকা আদান-প্রদান।
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -