নয়াদিল্লি: মোবাইল হ্যাং হয়ে যাওয়ার সমস্যায় নাজেহাল হতে হয় অনেককেই। জরুরি কাজের সময় মোবাইল এভাবে নিষ্ক্রিয় হয়ে গেলে ভোগান্তি কী রকম হয়, তা ভূক্তভোগীদের জানাই আছে। এক্ষেত্রে জানতে হবে, হ্যাং কেন হচ্ছে, আর এই সমস্যা থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায়। জেনে নেওয়া যাক, কেন হ্যাং হয়ে যায় ফোন।
অব্যবহৃত অ্যাপ হতে পারে কারণ
স্মার্টফোন হ্যাং হওয়ার একটা বড় কারণ হল, অনেকেই ফোনে এমন কিছু অ্যাপ রাখেন, যেগুলির ব্যবহার তাঁরা খুবই কম করেন। এই অব্যবহৃত অ্যাপ ফোনের স্পেসই শুধু বাড়ায় না, সেইসঙ্গে আপডেট করতে ডেটারও ব্যবহার হয়।
এভাবে ডিলিট করতে হবে
ফোনে অব্যবহৃত অ্যাপ ডিলিট করার আগে জেনে নিতে হবে যে, এমন কোন অ্যাপ রয়েছে, যা সবচেয়ে কম ব্যবহার করা হয়। এ সম্পর্কে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট অ্যাপ ডিলিট করা যায়। জেনে নেওয়া যাক সম্পূর্ণ প্রক্রিয়া...
অব্যবহৃত অ্যাপ সম্পর্কে জানতে সবার আগে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখানে বাঁদিকের মেনু অপশনে ক্লিক করতে হবে।
এরপর যেতে হবে My apps & games অপশনে। এটা খোলার পর তিনটি বিকল্প সামনে আসবে। আপডেটস, ইনস্টলড, লাইব্রেরি-এই তিন অপশনের মধ্যে ইনস্টলড অপশনে ট্যাপ করতে হবে।
এতে অ্যাপের তালিকা সামনে আসবে। এর থেকে লাস্ট ইউজ সিলেক্ট করতে হবে।
এই তালিকায় সবচেয়ে নিতে যে অ্যাপ থাকবে, তা সবচেয়ে কম বেশি ব্যবহৃত।
আর এই অ্যাপগুলির মধ্যে যে অ্যাপ বা অ্যাপগুলির কোনও কাজ নেই, সেগুলি ডিলিট করা যেতে পারে।
আপনার মোবাইল বারবার হ্যাং হচ্ছে? এই জন্য হচ্ছে, কী করবেন, জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2020 01:21 PM (IST)
মোবাইল হ্যাং হয়ে যাওয়ার সমস্যায় নাজেহাল হতে হয় অনেককেই। জরুরি কাজের সময় মোবাইল এভাবে নিষ্ক্রিয় হয়ে গেলে ভোগান্তি কী রকম হয়, তা ভূক্তভোগীদের জানাই আছে। এক্ষেত্রে জানতে হবে, হ্যাং কেন হচ্ছে, আর এই সমস্যা থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায়। জেনে নেওয়া যাক, কেন হ্যাং হয়ে যায় ফোন।
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -