কলকাতা: স্মার্টফোন এখন সবার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে। ফোন করা থেকে শুরু করে অনলাইন লেনদেনের মতো কাজও স্মার্টফোনের মাধ্যমে হয়। মোবাইলের এই ক্রমবর্দ্ধমান ব্যবহারের সঙ্গে সঙ্গে হ্যাকারদের উৎপাতও বাড়ছে। ডেটা বা অনলাইন প্রতারণার মাধ্যমে হ্যাকাররা মোবাইল ব্যবহারকারীদের নিশানা করছে। এই অবস্থায় হ্যাকারদের নিশানা থেকে রক্ষা পেতে কয়েকটি উপায় সহায়ক হতে পারে।
অ্যাপ ডাউনলোডের সময় সতর্কতা
ফোনে কোনও থার্ড পার্টি সাইট থেকে অ্যাপ ডাউনলোড এড়িয়ে চলাই ভাল। এমনটা কিন্তু বিপজ্জনক হতে পারে। কেননা, অনেক ক্ষেত্রে এগুলিতে এমন কিছু লিঙ্ক থাকে, তা ফোন ক্ষতিগ্রস্ত করতে পারে। এজন্য সবসময় প্ল স্টো বা অ্যাপ স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করতে হবে।


শক্তপোক্ত পাসওয়ার্ড

স্মার্টফোনে সবসময়ই শক্তপোক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন। সহজ-সরল পাসওয়ার্ড হ্যাকারদের শিকার হয়। পাসওয়ার্ডে নিজের নাম বা জন্ম তারিখ ব্যবহার করবেন না।
স্মার্টফোন নিয়মিত আপডেট করতে হবে
স্মার্টফোন নিয়মিত আপডেট করতে হবে। এমনটা করলে হ্যাকাররা সংশ্লিষ্ট ইউজারের ব্যক্তিগত তথ্য সহজে হ্যাক করতে পারবে না। শুধু তাই নয়, ফোন আপডেট করলে অ্যান্ড্রয়েড সিকোওরিটি প্যাচের সঙ্গে বিভিন্ন সুরক্ষা ফিচার পাওয়া যায়, যা খুবই উপযোগী।
মেসেজিং অ্যাপের ব্যবহার
বিশেষজ্ঞরা মনে করেন, ম্যাসেজিং অ্যাপ ব্যবহারই সঙ্গত। কারণ, এই অ্যাপে ইউজারদের ডেটা সুরক্ষিত থাকে, সেইসঙ্গে এতে সেফটি ফিচার্সও পাওয়া যায়। অন্যদিকে, সাধারণ মেজেসিং প্ল্যাটফর্মে এমন কিছু থাকে না।
এটা করবেন না
ব্যক্তিগত বিস্তারিত শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এমনটা করলে তা মুশকিলের কারণ হয়ে উঠতে পারে। কারা ব্যক্তিগত বিস্তারিত শেয়ার করেছেন, তাঁদের সন্ধানে থাকে হ্যাকাররা। তাই এমনটা এড়িয়ে চলাই ভালো।