দেখুন, ক্যাচ ধরতে গিয়ে বেন স্টোকসের সঙ্গে জোর ধাক্কা স্টিভ স্মিথের
গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল-এর ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে বেন স্টোকসের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে গেলেন রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক স্টিভ স্মিথ। সৌভাগ্যবশত তাঁর চোট লাগেনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে পুণে শিবির সূত্রে খবর, স্মিথ সুস্থ আছেন। তাঁর চোট লাগেনি
ক্রিকেট মাঠে অতীতেও এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। তবে স্মিথ যেভাবে ধাক্কা লেগে ছিটকে পড়েছিলেন, তাতে মাঠে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন
এই ঘটনার পরেও অবশ্য ব্যাট করতে নামেন স্মিথ। তাঁর দল কেকেআর-কে হারিয়ে দেয়
স্টোকসের সঙ্গে ধাক্কা লাগার পর ছিটকে পড়েন স্মিথ। বিজ্ঞাপনের বোর্ডে তাঁর মাথা ঠুকে যায়। যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়েন পুণের অধিনায়ক। আতঙ্কিত হয়ে পড়েন স্টোকস। যদিও পরক্ষণেই উঠে দাঁড়ান স্মিথ
স্টোকসই ক্যাচ ধরার জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গায় ছিলেন। তিনি ক্যাচ ধরেও নেন। কিন্তু স্মিথও একই সময়ে বলটি ধরার চেষ্টা করেন। তার ফলেই বিপত্তি ঘটে
দুই ফিল্ডারের কেউই একে অপরের দিকে তাকাননি। তাঁদের দৃষ্টি বলের দিকে ছিল। সেই কারণেই সংঘর্ষ হয়
কেকেআর ইনিংসের ১৯-তম ওভারে জয়দেব উনাদকাটের বলে ছক্কা মারার চেষ্টা করেন নাথান কুল্টার-নাইল। ক্যাচ ধরতে গিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খান স্মিথ ও স্টোকস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -