নয়াদিল্লি: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলা মৃত্যু হয়েছে ২৬ জনের। রীতিমতো ধর্ম জেনে জেনে খুন করা হয়েছে নিরীহ পর্যটকদের। তালিকায় রয়েছেন স্থানীয় এক টাট্টু ঘোড়াওয়ালাও।  পহেলগাঁওয়ের এই ঘটনার অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করলেন অভিনেতা-পরিচালক আমির খান। এদিন এবিপি নেটওয়ার্কের India at 2047-এর সম্মেলেন নিজের মতামত প্রকাশ করেন তিনি। 

২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে ২৬টি প্রাণ। এক লহমায় বৈসরন উপত্যকার রং বদলে হয়েছে লাল। কেউ হারিয়েছেন স্বামী, কেউ হারিয়েছে বাবা। এখনও দগদগে সেই ক্ষত। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা শূন্য। এই আবহে এদিন এবিপি নেটওয়ার্কের India at 2047-এর সম্মেলেন অভিনেতা-পরিচালক আমির খান বলেন, "পহেলগাঁও-তে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটার জন্য দুঃখপ্রকাশ করার কোনও ভাষা নেই। আমি অন্তর থেকে দুঃখপ্রকাশ করছি। মোদি সরকার এই ঘটনার যোগ্য জবাব দেবে। তার জন্য ভারত তৈরি। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। ৪ বছর আগে যখন কাশ্মীর গিয়েছিলাম, তখন পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। কোভিড পরবর্তী পর্বে, লকডাউন যখন উঠল সেই সময় প্রথমে লাদাখ , সেখান থেকে তারপর শ্রীনগর যাই। মনে হচ্ছিল কাশ্মীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরছে।''  

ফ্রেমে বাঁধানো ছবির মতো সুন্দর পহেলগাঁও। জম্মু-কাশ্মীরের সেই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার ঘটেছে ভয়াবহ জঙ্গিহানা। জঙ্গিদের বাধা দিতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন এক স্থানীয় টাট্টুওয়ালা। এদিকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে জোর ধাক্কা খেল পাকিস্তান। সূত্রের খবর, বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলির একাধিক কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। বৈঠকে তাদের কাছে জানতে চাওয়া হয়, পহেলগাঁওয়ের হামলার সঙ্গে লস্কর-ই-তৈবার কোনও যোগ রয়েছে কি না। হুমকি-হুঁশিয়ারি দেওয়ার পরিবর্তে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পরামর্শ দিল UN Security Council. চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস।

সংবাদ সংস্থা সূত্রে খবর, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে গ্রিসের কাছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনার জন্য অনুরোধ করে পাকিস্তান। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ- আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চিন, ফ্রান্স। এছাড়া রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা থেকে দু’বছরের জন্য ১০টি করে দেশকে অস্থায়ী সদস্য করা হয়। ২ বছর অন্তর তা পরিবর্তন হয়। বর্তমানে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলির তালিকায় ভারত নেই, পাকিস্তান আছে ফলে ভারতের প্রতিনিধিত্ব না থাকায় শুধুমাত্র পাকিস্তানের অনুরোধে এই আলোচনা হয়।  কিন্তু ভারতকে কোণঠাসা করতে গিয়ে উল্টে পাকিস্তানেই বিড়ম্বনায় পড়তে হল। সূত্রের খবর, সোমবারের বৈঠকে ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পর্যটকদের খুন করার ঘটনার কড়া নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানের হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি, যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়েও উদ্বেগপ্রকাশ করে বেশ কয়েকটি দেশ।