ABP India At 2047 Summit Live: 'এবার ভারতের হকের জল ভারতের জন্য বইবে': প্রধানমন্ত্রী
ABP India at 2047 Summit Live: স্বাধীনতার শতবর্ষে 'বিকশিত ভারতে'র স্বপ্ন।
ABP Ananda Last Updated: 06 May 2025 08:51 PM
প্রেক্ষাপট
ভারতনাট্যম শিখতাম। সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা। দাদার সঙ্গে যেতাম প্র্যাকটিসে। কোচ বলেছিলেন, দাদা সিরিয়াস নয় খেলা নিয়ে। মেয়েকের উপর বিনিয়োগ করতে বলেছিলেন কোচ। বাবা বলেছিলেন,...More
ভারতনাট্যম শিখতাম। সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা। দাদার সঙ্গে যেতাম প্র্যাকটিসে। কোচ বলেছিলেন, দাদা সিরিয়াস নয় খেলা নিয়ে। মেয়েকের উপর বিনিয়োগ করতে বলেছিলেন কোচ। বাবা বলেছিলেন, ক্রিকেট মেয়েদের জন্য নয়। তখন ওই অ্যাকাডেমি মেয়েদের ভর্তি নিত না: মিতালি রাজ।ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠবে না জেনেই ছায়াযুদ্ধ চালায় পাকিস্তান। জানে, হেরে পর্যুদস্ত হতে হবে ওদের। আমাদের সেনা এগিয়ে, অর্থনীতি এগিয়ে। সন্ত্রাস ওদের রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে: লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র প্রতাপ পান্ডে। পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। তবে এই প্রথন বার নয়। বার বার ভারতে জঙ্গি হামলা হয়েছে। প্রত্যেক বারই ভিন্ন রকম জবাব দিয়েছে ভারত। ২০১৬ এবং ২০১৯ সালে কড়া জবাব দিই আমরা। আজ ফের এই ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। ভারত ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে। সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বড় পদক্ষেপ। এতে পাকিস্তানের জল আটকে যাবে। সামরিক পদক্ষেপ হওয়াও জরুরি। কিন্তু তাড়াহুড়ো কার ঠিক হবে না: প্রাক্তন ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া।আমি এই দেশকে ভালবাসি। এখানকার সংস্কৃতি, ইতিহাস আমার খুব প্রিয়। আপনাদের উৎসব, খাবারকে সবচেয়ে ভালবাসি। ভারতের মতো আর কেউ উদযাপন করতে জানে না। প্রত্যেক উৎসবে মধ্যমণি খাবার। একসঙ্গে বেঁধে বেঁধে থাকার ভাবনা। আর কোথাও এই অভিজ্ঞতা হয়নি: তারকা শেফ গ্যারি মেহিগানIndia at 2047 Summit-এর প্রথম সেসনের বক্তব্য দেখতে ক্লিক করুন এই লিঙ্কে : সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা: মিতালি রাজস্বাধীনতা সংগ্রামের সময় RSS একটি সাংস্কৃতিক এবং সামাজিক সংস্থা ছিল। আজও তাই আছে। প্রত্যেক সস্থাকে দেশের সংগ্রামে যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। কিন্তু ইংরেজরা লিখে গিয়েছে, RSS-কে ওরা বিশ্বাস করে না: বিক্রম সম্পত।বিনায়ক দামোদর সাভারকর দেশের প্রথম গুপ্ত সংস্থা 'অভিনব ভারত' গঠন করেন। তখন কংগ্রেস সবে একটু একটু করে গড়ে উঠছিল। লন্ডনে পাঁচ বছর থাকাকালীন বিপ্লবী কাজকর্ম শুরু করেন। স্বাধীনতা সংগ্রামের নতুন ইতিহাস রচনা করা প্রয়োজন: বিক্রম সম্পত।ইংরেজ আমলে জাতীয়তাবাদী অবস্থান ছিল। কিন্তু স্বাধীনতার পর সেই ধারা বজায় থাকেনি। ইতিহাস লিখনে মার্কসবাদী ছায়া স্পষ্ট হয়ে ওঠে। বিকল্প ধারণার জায়গাই রাখা হয়নি। নতুন করে ইতিহাস লেখা উচিত। ইতিহাস সংশোধন করা স্বাভাবিক। তবে সংশোধন হোক তথ্য়ভিত্তিক, রাজনৈতিক প্রভাবমুক্ত, বললেন বিক্রম সম্পত।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ABP India at 2047 Summit Live : 'আদিবাসীদের কাছেও উন্নয়নের সুফল পৌঁছচ্ছিল না, আজ সেটাও সম্ভব হয়েছে': প্রধানমন্ত্রী
'আদিবাসীদের কাছেও উন্নয়নের সুফল পৌঁছচ্ছিল না। আজ সেটাও সম্ভব হয়েছে। আমরা মানব-কেন্দ্রিক বিশ্বায়নের মানদণ্ড তৈরি করেছি। GEP, মানে জনতার সার্বিক ক্ষমতায়নের পথে হাঁটছি আমরা। সরকারের মূল ভাবনা হল 'নাগরিক দেব ভব'। আমরা মানুষের মধ্যেই ঈশ্বরকে দেখি।' মন্তব্য প্রধানমন্ত্রীর।