ABP India At 2047 Summit Live: 'এবার ভারতের হকের জল ভারতের জন্য বইবে': প্রধানমন্ত্রী

ABP India at 2047 Summit Live: স্বাধীনতার শতবর্ষে 'বিকশিত ভারতে'র স্বপ্ন।

ABP Ananda Last Updated: 06 May 2025 08:51 PM

প্রেক্ষাপট

ভারতনাট্যম শিখতাম। সকালে ঘুম থেকে তোলার জন্য ক্রিকেটে ভর্তি করেছিল বাবা। দাদার সঙ্গে যেতাম প্র্যাকটিসে। কোচ বলেছিলেন, দাদা সিরিয়াস নয় খেলা নিয়ে। মেয়েকের উপর বিনিয়োগ করতে বলেছিলেন কোচ। বাবা বলেছিলেন,...More

ABP India at 2047 Summit Live : 'আদিবাসীদের কাছেও উন্নয়নের সুফল পৌঁছচ্ছিল না, আজ সেটাও সম্ভব হয়েছে': প্রধানমন্ত্রী

'আদিবাসীদের কাছেও উন্নয়নের সুফল পৌঁছচ্ছিল না। আজ সেটাও সম্ভব হয়েছে। আমরা মানব-কেন্দ্রিক বিশ্বায়নের মানদণ্ড তৈরি করেছি। GEP, মানে জনতার সার্বিক ক্ষমতায়নের পথে হাঁটছি আমরা। সরকারের মূল ভাবনা হল 'নাগরিক দেব ভব'। আমরা মানুষের মধ্যেই ঈশ্বরকে দেখি।' মন্তব্য প্রধানমন্ত্রীর।