খাদে বাস উল্টে ১৬ অমরনাথ-তীর্থযাত্রীর মৃত্যু, উদ্ধারে নামল সেনা
পুণ্যার্থীদের মৃত্যুতে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সব ছবি প্রতিরক্ষামন্ত্রক সূত্রে প্রাপ্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টারে করে ২০ যাত্রীকে জম্মু উড়িয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
রবিবার দুপুরে দুর্ঘটনটি ঘটে কাশ্মীরের রামবান জেলার বানিহালের কাছে নাচলানা অঞ্চলে।
দুর্ঘটনাগ্রস্ত তীর্থযাত্রীদের উদ্ধার করতে পুলিশকে সাহায্য করতে এগিয়ে আসেন সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের জওয়ানরা।
দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। নামানো হয় বায়ুসেনাকেও।
জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বানিহালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। বাসটি গড়িয়ে পড়ে গভীর খাদে।
জম্মু থেকে বালতাল ও পহলগাঁও-এর বেসক্যাম্পে পুণ্যার্থীদের নিয়ে যাওয়া হচ্ছিল ওই কনভয়ে।
পহলগাঁও যাওয়ার পথে খাদে পড়ল বাস। নিহত ১৬ অমরনাথ-তীর্থযাত্রী, জখম ২৪।
ভয়াবহ দুর্ঘটনায় অমরনাথযাত্রীদের বাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -