বন্যা-কবলিত অসমের মানুষের উদ্ধার ও ত্রাণে এগিয়ে এল সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Aug 2017 11:12 PM (IST)
1
2
3
4
দেখুন আরও ছবি...
5
এর ফলে উত্তরপূর্বের সঙ্গে বাকি দেশের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
6
১.৮ লক্ষ হেক্টর শস্য ফসল হয়ে গিয়েছে।
7
প্রায় ৩,২০০ গ্রাম জলের তলায়।
8
বন্যায় অসমে এখনও পর্যন্ত ১০২ জন প্রাণ হারিয়েছেন।
9
সেনার গজরাজ কোরের জওয়ানরা নাগাঁও ও নাম্নী অসমের বিভিন্ন জেলায় ত্রাণ বিলি করেন।
10
বন্যায় অসমে এখনও পর্যন্ত ১০২ জন প্রাণ হারিয়েছেন।
11
সেনা কলামকে পুরাভেটি ও জকলাবাঁধেও কাজে লাগানো হয়। সেখানেও ত্রাণ বণ্টন করে সেনা।