অরুণাচল প্রদেশে ধসে আটকে পড়া ২০০ জনকে উদ্ধার করল সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2017 10:43 PM (IST)
1
সোমবার সকাল ১১টা নাগাদ আটকদের নিরাপদে নিয়ে আসা হয়।
2
ভালুকপং থেকে ৭ কিলোমিটার দূরে দুটি জায়গায় ধস নামে। ধসের মধ্যবর্তী জায়গায় এঁরা সকলেই রবিবার থেকে আটকে পড়েছিলেন।
3
এঁর মধ্যে ছিলেন এক মেডিক্যাল অফিসার, ২ জন জেসিও এবং আরও ২০ র্যাঙ্কের সেনাকর্মী।
4
কোম্পানি কম্যান্ডারের নেতৃত্বে উদ্ধারকার্যে অংশ নেয় সেনাবাহিনীর স্থানীয় ইউনিট।
5
উদ্ধার হওয়া মানুষদের মধ্যে ৭০ মহিলা ও ৫০ শিশুও ছিল।
6
জানা গিয়েছে, ভালুকপং ও সেসার মাঝে ৭০টি গাড়িতে আটক ছিলেন প্রায় ২০০ জন।
7
অরুণাচল প্রদেশের ভালুকপং থেকে প্রায় ২০০ জন নাগরিকদের উদ্ধার করল সেনা।
8
শুধু উদ্ধার করাই নয়, তাঁদের খাবার ও ওষুধের ব্যবস্থাও করা হয়ে সেনার তরফে।