ছবিতে দেখুন, সস্ত্রীক ইজরায়েলি প্রধানমন্ত্রীর তাজমহল দর্শন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jan 2018 07:04 PM (IST)
1
হায়দরাবাদ হাউসে নেতানইয়াহুর সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
2
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে লাঞ্চও করেন দুজনে। সেখান থেকে রওনা হন দিল্লির উদ্দেশ্যে। (সব ছবি-পিটিআই)।
3
দুজনে ভারত-ইজরায়েল সম্পর্ক গভীরতর করার উদ্দেশ্যের কথা বলেন। নিরাপত্তা, প্রতিরক্ষা সহ নানা বিষয়ে ৯টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে নেতানইয়াহুর বর্তমান ভারত সফরে।
4
স্বাভাবিক ভাবেই নিরাপত্তার খাতিরে নেতানইয়াহুরা থাকাকালে বাকি দর্শকদের জন্য বন্ধ থাকে তাজমহলের দরজা।
5
তাঁরা যান তাজমহলের শহরের নামী হোটেল অমর বিলাসে। খাবার খান সেখানে। ছিলেন সঙ্গী প্রতিনিধিদলের সদস্যরাও।
6
ঘন্টাখানেক এই অমর শিল্পকীর্তি উপভোগ করেন তাঁরা। ছবিও তোলেন তাজকে সাক্ষী রেখে।
7
৬ দিনের ভারত সফরের ফাঁকে তাজমহল দর্শনে গেলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। সঙ্গে স্ত্রী সারাহ।