রিচার্জের আগে গ্রাহকদের জেনে নেওয়া দরকার কোন প্ল্যান সবচেয়ে বেশি কার্যকরী
ভোডাফোনের ৫০৯ টাকার অফার: ১.৪ জিবি দৈনিক ডেটা, আনলিমিডেট কল, ১০০ মেসেজ। বৈধতা ৯০ দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোডাফোন ৩৯৯ টাকার প্ল্যান: ১ জিবি ডেটা প্রতদিনি, আনলিমিডেট কল, ১০০ মেসেজ। বৈধতা ৭০ দিন।
এয়ারটেলের ৫০৯ টাকার অফার: দৈনিক১.৪ জিবি ডেটা, আনলিমিডেট কল, দৈনিক ১০০ মেসেজ। বৈধতা ৯০ দিনের।
এয়ারটেলের ৩৯৯ টাকার অফার: এই প্ল্যানের বৈধতা যে সার্কেলে ৮৪ দিনের হবে সেক্ষেত্রে গ্রাহক পাবেন দিনে ২.৪ জিবি ডেটা। যে সার্কেলে এর বৈধতা ৭০ দিনের হবে সেক্ষেত্রে গ্রাহকরা পাবেন দিনে ১.৪ জিবি ডেটা,আনলিমিটেড কল এবং ১০০ মেসেজ।
রিলায়েন্স জিও-র ৫০৯ টাকার অফার: দৈনিক ৪ জিবি ডেটা, আনলিমিটেড লোকাল-এসটিডি কল, দৈনিক ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।
জিও-র ৩৯৮ টাকার অফার: দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড লোকাল-এসটিডি কল, দৈনিক ১০০ এসএমএস। এর বৈধতা ৭০ দিনের।
এবার মাঝারি বাজেটের প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক
ভোডাফোনের ১৯৮ টাকার অফার: প্রত্যেকদিন ১.৪ জিবি 3G/4G ডেটা, আনলিমিটেড লোকাল ও এসটিডি কল, ১০০ মেসেজ। বৈধতা ২৮ দিনের।
ভোডাফোনের ৯৫ টাকার অফার: রয়েছে ১ জিবি ডেটা। তবে কোনও ফ্রি কলিং নেই। বৈধতা ২৮ দিন।
এয়ারটেল ১৯৯ টাকার অফার: এতে রয়েছে দৈনিক ১.৪ জিবি ডেটা, আনলিমিটেড কল, দৈনিক ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিনের।
এয়ারটেলের ৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে মোট ৪ জিবি (2G/3G/4G) ডেটা পাওয়া যাবে। সেইসঙ্গে রয়েছে প্রতিদিন ১০০ এসএমএস, ২৫০ মিনিট পর্যন্ত দৈনিক ফ্রি কলিং, সপ্তাহে সীমা ১০০০ মিনিট। বৈধতা ২৮ দিনের।
জিও-র ১৯৮ টাকার অফার: এই প্ল্যানে প্রতিদিন ১.৪ জিবি ডেটা, আনলিমিডেট লোকাল ও এসটিডি কল ও প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে। বৈধতা ২৮ দিনের।
জিও-র ৯৮ টাকার অফার: এতে ২ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ৩০০ এসএমএস পাওয়া যাবে। বৈধতা ২৮ দিনের।
সবচেয়ে আগে কম বাজেট অর্থাত্ ১০০ থেকে ২০০ টাকার মধ্যে অফারগুলি।
টেলিকম ক্ষেত্রে এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন প্রায়ই নয়া নয়া প্ল্যান গ্রাহকদের জন্য নিয়ে আসছে। এমনিতে এসব অফারের ভিড়ে কোনটা নিজের বাজেটের পক্ষে উপযুক্ত, তা বেছে নিতে অনেক সময় ধাঁধায় পড়ে যান গ্রাহকরা। কিন্তু এই সংশয় দূর করার জন্য নিজ নিজ সার্ভিস প্রোভাইডারের অফার সম্পর্কে অবহিত হতে হবে। দেখে নেওয়া যাক, এই তিন কোম্পানির কিছু অফার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -