ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত
ব্রহ্মোসের এয়ার ভার্সানকে ইতিমধ্যে ৪০টি সুখোই যুদ্ধবিমানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রতিরক্ষমন্ত্রী টুইট করে জানান, শক্তিশালী সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোসের সফল পরীক্ষা এদিন সকাল ৮টা ৪২ মিনিটে রাজস্থানের পোখরানে করা হয়।
গতবছর ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম-এর স্থায়ী সদস্য হওয়ায় এই মিসাইলের পাল্লা বাড়িয়ে ৪০০ কিলোমিটার করা হয়েছে।
তিনমাস আগে ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ব্রহ্মোস-এর এয়ার লঞ্চ ভার্সানের সফল পরীক্ষা করা হয়েছিল।
রাজস্থানের পোখরানে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করল ভারত।
ভারতের ডিআরডিও এবং রুশ মাশিনোস্ত্রোয়েনিয়ার যৌথ অংশিদারীতে তৈরি হয়েছে ব্রহ্মোস।
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস।
সফল পরীক্ষার জন্য তিনি ডিআরডিও-কে ধন্যবাদ জানান।
তিনি যোগ করেন, এদিনের পরীক্ষায় দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন সিকার (শত্রুর টার্গেট খুঁজে বের করে) পরীক্ষা করে দেখা হয়।
তারপর এদিন ফের পরীক্ষা হল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের।
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ জানান, নির্ধারিত লক্ষ্যে অব্যর্থভাবে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি। এর ফলে, জাতীয় নিরাপত্তা আরও জোরদার হল।