বাজেট: একনজরে আয়কর কাঠামো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Feb 2017 04:49 PM (IST)
1
2
3
4
5
6
7
8
এবারের বাজেট অনুযায়ী আড়াই লক্ষের বদলে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। তবে তার জন্য দেখাতে হবে ৫০ হাজার টাকার লগ্নি। ৫ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর কমে ১০ থেকে ৫ শতাংশ। পরবর্তী প্রতি ধাপে মাত্র সাড়ে ১২ হাজার টাকা ছাড়। ৫০ লক্ষের ওপর আয়ে বাড়তি সারচার্জ। দেশে নেওয়া যাক এক নজরে আয়কর কাঠামো, সাশ্রয় ও ক্ষতি।