নয়াদিল্লি: প্রায় ৭ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার তদন্তে মঙ্গলবার দেশের ১৬৯টি জায়গায় একযোগে তল্লাশি চালাল সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানান-- অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দিল্লি, গুজরাত, হরিয়ানা, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গনা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দাদরা ও নগর হাভেলিতে তল্লাশি চালানো হয়।
সংস্থার দাবি, প্রায় ৭ হাজার কোটি টাকা মূল্যের ৩৫টি ব্যাঙ্ক প্রতারণা মামলায় সঙ্গে জড়িত এই জায়গাগুলিতে তদন্ত চালানো হয়েছে।
তবে, কোন কোন ব্যাঙ্কে এই প্রতারণা হয়েছে, বা কারা রয়েছে অভিযুক্তের তালিকায়-- সেই নিয়ে মুখ খোলেনি সিবিআই। প্রসঙ্গত, এই প্রথম এতবড় আকারে তল্লাশি-অভিযান চালাল সিবিআই।
৩৫টি ব্যাঙ্কে ৭ হাজার কোটি টাকা প্রতারণা মামলায় দেশের ১৬৯ জায়গায় একযোগে তল্লাশি সিবিআইয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
05 Nov 2019 01:59 PM (IST)
প্রসঙ্গত, এই প্রথম এতবড় আকারে তল্লাশি-অভিযান চালাল সিবিআই।
india-news (india-news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -