সন্ন্যাসীই হল দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯.৯ শতাংশ পাওয়া মেধাবী ছাত্র বর্শিল শাহ
সদ্যপ্রকাশিত দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯.৯ শতাংশ নম্বর। হাতে দেশ, এমনকী বিদেশের সেরা কলেজে ভর্তি হওয়ার টিকিট। সামনে দুরন্ত কেরিয়ারের হাতছানি। কিন্তু, এই সব কিছুকে ছেড়ে বর্শিলের মন সায় দিল সন্ন্যাসী হওয়াতেই!
গুজরাতের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ১৭ বছরের এই কিশোরের নাম ওঠে মেরিট লিস্টে। তারপর থেকেই বর্শিলের সামনে যেন গোটা পৃথিবীর দরজা খুলে যায়। মেধাবী এই ছাত্রকে পেতে অনেক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছাপ্রকাশ করে। কিন্তু, বর্শিল অন্য পথ অবলম্বন করাই মনস্থির করে। প্রাচুর্য্যের ভবিষ্যৎ ছেড়ে এই কিশোর সিদ্ধান্ত নেয় সে সন্ন্যাস নেবে।
যেমন ভাবা তেমন কাজ। গত ৮ তারিখ সন্ন্যাসী হওয়ার জন্য প্রয়োজনীয় দিক্ষা নেয় বর্শিল। গাঁধীনগরে সেই অনুষ্ঠান হয়।
বর্শিলের মতে, শান্তি প্রাপ্তি ও তা বজায় রাখতে পার্থিব বিষয়গুলিকে পরিত্যাগ করাই একমাত্র উপায়।
বছর তিনেক আগে সুরাটের মুন্নি শ্রী কল্যাণ রত্ন বিজয়জির সংস্পর্শে আসে বর্শিল। তার পর থেকে আধ্যাত্মিক হওয়ার একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়। বর্শিল মনে করে, কঠোর পরিশ্রমের চেয়ে শান্ত মনই সাফল্যের চাবিকাঠি। মন শান্ত থাকলে, সব কাজ হাসিল করা সম্ভব হয়ে পড়ে।