এবার এই রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন হরভজন!
সিধুর স্ত্রী ইতিমধ্যেই কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার সিধুও খুব শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে পারেন।
সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি-ত্যাগী নভজ্যোত সিংহ সিধুও কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে খবর
জানা গেছে, অমরিন্দর সিংহও ভাজ্জির কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে উত্সাহিত।
এজন্য হরভজন ছয়মাস আগেই পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিংহর সঙ্গে দেখা করেছিলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ছয়মাস ধরে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ বজায় রয়েছে তাঁর।
বেশ কয়েকটি প্রথমসারির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে এই জল্পনা আরও দানা বেঁধেছে। প্রতিবেদন অনুযায়ী, জলন্ধর থেকে ভোটে লড়তে পারেন ভাজ্জি।
২০১৫-তে ভারতের টেস্ট ও একদিনের দলের বাইরে চলে গিয়েছেন টার্বুনেটর। এবার তাঁকে কংগ্রেস সামিল করার উদ্যোগ চলছে বলে জল্পনা ছড়িয়েছে।
গত বছরই বিয়ে করেছেন। এবার কি নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় দলের ক্রিকেটার হরভজন সিংহকে?