আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সুরক্ষায় সামরিক বাহিনীর বিশেষ যৌথ মহড়ার ঝলক...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Nov 2017 09:30 PM (IST)
1
পাশাপাশি, রাতে বিমান ও হেলিকপ্টার থেকে সমুদ্রে কম্যান্ডোদের প্যারা-জাম্প, উভচর যানে এসে গোপন অভিযান চালানোর মহড়াও হয়।
2
মহড়ার মূল আকর্ষণ ছিল যুদ্ধবিমান ও সামরিক মালবাহী বিমানের অপারেশন্স, স্থলসেনাকে সহায়তা করা।
3
মহড়ায় অংশ নিয়েছিল স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনী। অংশ নিয়েছিলেন তিন বাহিনীর স্পেশাল ফোর্সেস।
4
মহড়ার মূল লক্ষ্য ছিল সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় গড়ে তোলা।
5
গত ২০ তারিখ থেকে শুরু হওয়া চারদিনব্যাপী এই মহড়ার সমাপতন হয় শুক্রবার।
6
ড্যাংক্স-১৭ নামে ওই মহড়া নৌসেনার আন্দামান ও নিকোবর কম্যান্ডের অধীনে অনুষ্ঠিত হয়।
7
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সুরক্ষার জন্য প্রথমবার যৌথ মহড়া করল দেশের বিভিন্ন সামরিক বাহিনী।