৩৭০ ধারা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি ১০ ডিসেম্বর, ২২ নভেম্বরের মধ্যে হলফনামা দিতে হবে কেন্দ্রকে
Web Desk, ABP Ananda | 14 Nov 2019 03:54 PM (IST)
কেন্দ্রীয় সরকারকে ২২ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে বিচারপতি এন ভি রমন, বিচারপতি এস কে কউল, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি বি আর গাবাই ও বিচারপতি সূর্যকান্তকে নিয়ে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ।
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া আবেদনের চূড়ান্ত শুনানি হবে ১০ ডিসেম্বর। আজ এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারকে ২২ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে বিচারপতি এন ভি রমন, বিচারপতি এস কে কউল, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি বি আর গাবাই ও বিচারপতি সূর্যকান্তকে নিয়ে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ। আজ শুনানির সময় জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সের আইনজীবী রাজীব ধবন বলেন, পরিষেবা ভাগ করে দেওয়া, সম্পদ বিভাজন এবং সম্পত্তি হস্তান্তরের বিষয়টিকে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। তবে আদালত জানায়, একসঙ্গে সব বিষয়েই শুনানি হবে। মোট ২২টি আবেদনের শুনানির জন্য একটু সময় দরকার।