গৌরী লঙ্কেশ হত্যা: মোদীকে নিশানা করায় প্রকাশ রাজকে পাল্টা তোপ বিজেপির
গত ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে লঙ্কেশকে নিজের বাড়ির বাইরে হত্যা করা হয়। কন্নড় ভাষার বিশিষ্ট সাংবাদিকের এই হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর জবাবে বিজেপি নেতা সুরেশ কুমার বলেছেন, অভিনেতা তাঁর রাজনৈতিক মতাদর্শের পক্ষে অনুকূল বিবৃতিতে রাজনৈতিক অপরিপক্কতা প্রদর্শণ করেছেন। হাততালি আদায়ের জন্য মোদীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন প্রকাশ রাজ। আসলে লঙ্কেশকে খুনের ঘটনার পর নিখিল দধিচ নামে এক ব্যক্তি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক সম্পর্কে অশ্লীল, কদর্য মন্তব্য করেছিলেন। এমনই এক ব্যক্তির অ্যাকাউন্টের ফলোয়ারদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রীও। এজন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন মোদী। প্রকাশ রাজ এই প্রসঙ্গ উল্লেখ করেই মোদীকে নিশানা করেছিলেন।
ট্যুইটারে নিজের ক্ষোভ উগরে প্রকাশ রাজ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় একটা বড় অংশের মানুষ গৌরীর হত্যার ঘটনাকে এনজয় করেছে, সেলিব্রেট করেছে। যারা এটা এনজয় করেছে তারা মোদীর ভক্ত! এটাই আমাকে ভাবিয়েছে।’ প্রকাশ আরও বলেছেন, এটা গুরুত্বপূর্ণ নয় যে, লঙ্কেশকে কে মেরেছে? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল যে, এই হত্যা নিয়ে কারা উচ্ছ্বাস ব্যক্ত করেছে? যে এই হত্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেছে, তাকে ফলো করেন স্বয়ং প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চোখ বুজে রয়েছেন।
বিজেপি বলেছে, অভিনেতা রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়েছেন। লঙ্কেশ হত্যার ঘটনা নিয়ে প্রকাশ রাজ মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র কটাক্ষ করেন। প্রকাশ বলেন, তিনি ভালো অভিনেতা। কিন্তু ওঁরা দুজন (মোদী-যোগী) আরও বড় অভিনেতা।
বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যার ঘটনা নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন অভিনেতা প্রকাশ রাজ। এবার কর্নাটক বিজেপি প্রকাশ রাজের আক্রমণের জবাব দিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -