ছবিতে দেখুন, গডম্যানের যৌন কেলেঙ্কারির ভিডিও ভাইরাল
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হল কর্নাটকের লিঙ্গায়েত সম্প্রদায়ের এক মঠের 'বাবা'-র যৌন কেলেঙ্কারির ভিডিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুরু নাঞ্জেশরা শিবাচারিয়া স্বামী ওরফে দয়ানন্দ নামে ওই বাবা-র এক ছোটখাট ফিল্ম অভিনেত্রীর সঙ্গে খুল্লমখুল্লা যৌনতার ভিডিও দেখে চক্ষু চড়কগাছ বেঙ্গালুরু বাসিন্দাদের। স্থানীয় টিভি চ্যানেলগুলিতে সেই ভিডিওর ফুটেজ সম্প্রচারিত হয়েছে।
২২০ একর জমি নিয়ে তৈরি এই মঠের বয়স প্রায় ৫০০ বছর।
বলেছেন, আনুষ্ঠানিক ভাবে অভিযোগ পেশ হলেই আমরা দয়ানন্দের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কিন্তু নিগৃহীতা বা বিক্ষোভকারীরা কেউই অভিযোগ জানাতে এগিয়ে আসেননি।
তবে দয়ানন্দের বিরুদ্ধে খাতায় কলমে অভিযোগ জমা না পড়ায় এখনই পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন নর্থ ইস্ট বেঙ্গালুরুর ডিসিপি গিরীশ।
রম্ভাপুরী মহাস্বামী ও মাতে মহাদেবী, এই দু্ই স্বামী তাঁকে বলেছেন, দয়ানন্দকে যেন তিনি উত্তরাধিকারী ঘোষণা না করেন, পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তি, এমন কাউকে নিযুক্ত করা হোক।
দয়ানন্দের বাবা শিবাচারিয়া ওই মঠের প্রধান।
দয়ানন্দ লিঙ্গায়েত সম্প্রদায়ভুক্ত। বেশ কয়েকজন লিঙ্গায়েত স্বামী তাঁর তীব্র নিন্দা করে মঠ থেকে ইস্তফা চেয়েছেন।
অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকা গডম্যানের বিরুদ্ধে বিক্ষোভ হাতের বাইরে চলে যেতে পারে, আশঙ্কায় মঠে ছুটে যায় পুলিশ। দয়ানন্দের খোঁজ মিলছে না।
উত্তর বেঙ্গালুরুর মাদ্দাবানাপুরা মঠের বাইরে বিক্ষোভ দেখায় একদল লোক। অভিযুক্ত গডম্যান নাকি ওই মঠেরই সাধু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -