গোরক্ষপুর শিশুমৃত্যু: দেখুন বিআরডি হাসপাতালের অন্দরের দৃশ্য...
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে ৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
সন্তানের মৃত্যুতে শোকে বিহ্বল তার মা।
হাসপাতালে এখনও অনেক শিশুর চিকিৎসা চলছে।
চিকিৎসারত এক শিশুর সঙ্গে তার মা।
চিকিৎসারত এক শিশুর সঙ্গে তার মা।
মেডিক্যাল কলেজের প্রিন্সিপালকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অভিভাবকদের দাবি, অক্সিজেনের অভাবের জন্যই শিশুমৃত্যু ঘটেছে।
গত ৫ দিনে এই হাসপাতালে ৬৩ শিশুর মৃত্যু হয়েছে।
ওয়ার্ডে এক শিশুর চিকিৎসা চলছে।
সন্তানের মৃত্যুতে শোকে বিহ্বল তার মা
যোগী সরকার জানিয়ে দিয়েছে, অক্সিজেনের অভাবের জন্য মৃত্যু হয়নি।
শিশুকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাচ্ছেন তার বাবা।
সন্তানের মৃত্যুতে শোকে বিহ্বল তার পরিবার।
জানা গিয়েছে, টাকা বকেয়া থাকায় অক্সিজেনের সরবরাহ স্থগিত রাখা হয়েছিল।
বিরোধীরা এই মর্মান্তিক ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারের দায়িত্বজ্ঞানহীনতাকেই দায়ী করেছে। যদিও, সেই অভিযোগ খারিজ করে দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।