শুক্রবার মধ্যরাতে লাগু হল জিএসটি, এর ফলে আপনার দৈনন্দিন জীবন কতটা প্রভাবিত হল দেখে নিন একঝলকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিএসটি কতটা প্রভাব ফেলেছে বড় গাড়ি, ছোট গাড়ি, এবং বৈদ্যুতিন পরিচালিত গাড়ির ওপর
জিএসটি আসায় সস্তা হল এই জিনিষগুলো, চা-কফির ওপর আগে ১০.৩ শতাংশ হারে কর লাগু হত, এখন সেটা হবে ৫ শতাংশ হারে চিনির ওপর আগে লাগু ছিল ০.৮ শতাংশ হারে কর। এখন সেটা কমে হল ০.৫ শতাংশ । আগে বিস্কুটের ওপর লাগু ছিল ২০.০৬ থেকে ২৩.০১ শতাংশ হারে কর। এখন বিস্কুটের ওপর লাগু হল ১৮ শতাংশ হারে কর। আগে মাথার তেল, শ্যাম্পু, মাজনের ওপর ছিল ২৮ শতাংশ হারে কর। এখন সেখানে এই জিনিষগুলোর ওপর ১৮ শতাংশ কর লাগু হল । আগে টিভির ওপর ছিল ৩৩.৪৩ শতাংশ কর, এখন সেখানে টিভির ওপর লাগু হল ২৮ শতাংশ কর। এসি মেশিনের ওপর আগে ছিল ৩৩.৪২ শতাংশ কর। এখন জিএসটি চালু হওয়ার পর এসির ওপর লাগু হল ২৮ শতাংশ কর। ফ্রিজের ওপরও আগে লাগু ছিল ৩৩.৪৩ শতাংশ কর, এখন জিএসটি চালুর পর সেটা কমে দাঁড়াল ২৮ শতাংশে। ওয়াশিং মেশিনের ওপরও আগে ছিল ৩৩.৪৩ শতাংশ কর। এখন জিএসটি লাগু হওয়ার ফলে সেই কর কমে দাঁড়াল ২৮ শতাংশে। ভারী মেশিনের ওপর আগে ছিল ৩০.৩১ শতাংশ কর, এখন সেটার ওপর লাগু হল ২৮ শতাংশ কর
এই জিনিষগুলোর ওপর লাগু হবে ১৮ শতাংশ হারে কর। দেখব একনজরে, মাথায় মাখার তেল, পাস্তা, কম্পিউটার, মাজন, কর্নফ্লেক্স, প্রিন্টার, সাবান, আইসক্রিম
১২ শতাংশ হারে জিএসটি লাগু হবে মাখন, ঘি, জ্যাম, ফ্রুট জুস, আমন্ড, মোবাইল, প্যাকড নারকোলের জল এবং ছাতার ওপর
এই জিনিষগুলোর ওপর লাগু হবে ৫ শতাংশ কর, দেখে নিন একনজরে। চিনি, চা পাতা, কফি বিনস, রান্নার তেল, স্কিমড মিল্ক, বেবি ফুড, প্যাকড পনির, কাজু বাদাম, জুতো (৫০০ টাকার চেয়ে বেশি দাম হলেই, লাগু হবে কর), গ্যাস ওভেন। জামা কাপড় (হাজার টাকার বেশি দাম হলে লাগু হবে ৫ শতাংশ কর), ধূপ, মাদুর, পাঁপস
জিএসটি লাগু হওয়ার পর কোন জিনিষগুলো করমুক্ত থেকে গেল দেখে নিন, তাজা সবজি, নুন, খোলা পনির, দুধ, লস্যি, কাজল, গুড়, খোলা মধু, খোলা আটা, খোলা বেসন, ফুল ঝাড়ু, খোলা ময়দা, দই, শিক্ষা পরিষেবা, হেল্থ পরিষেবা, ডিম
এই জিনিষগুলোর ওপর লাগু হবে ২৮ শতাংশ হারে কর। তার মধ্যে রয়েছে গাড়ি, বাইক, পান মশলা, ডিও, পারফিউম, মেকআপ সেট, সাত হাজার টাকার বেশি দামী ঘর আছে এমন হোটেলের ওপর লাগু হবে ২৮ শতাংশ হারে এই কর
জিএসটি আসায় দামি হয়েছে এই জিনিষগুলো। মোবাইল বিলের ওপর আগে লাগু ছিল ১৫ শতাংশ হারে কর, এখন সেটা বেড়ে দাঁড়াল ১৮ শতাংশে। ব্যাঙ্ক চার্জ বাবদ আগে দিতে হত ১৫ শতাংশ হারে কর। এখন সেটা বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ। আগে ঘিয়ের ওপর ছিল ৫ শতাংশ কর। জিএসটি লাগু হওয়ার পর সেটা বেড়ে দাঁড়ালো ১২ শতাংশে। মাখনের ওপর আগে ছিল ৩ শতাংশ কর। এখন সেটা বেড়ে দাঁড়াল ১২ শতাংশে। চিকিত্সায় ব্যবহৃত জিনিষপত্রের ওপর আগে ছিল ১৫ শতাংশ কর। এখন সেটা বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ। জীবন বিমা, টার্ম পলিসির প্রিমিয়ামের ওপর আগে লাগত ১৫ শতাংশ কর। এখন জিএসটি লাগু হওয়ার পর আমজনতাকে দিতে হবে ১৮ শতাংশ হারে কর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -