বৃষ্টির আশায় বরুণ ও ইন্দ্রদেবকে তুষ্ট করতে যজ্ঞ করবে গুজরাত সরকার
গুজরাত সরকারও আগামী বছরের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে জলসঙ্কট চাইছে না। কারণ, সেক্ষেত্রে সাধারণ মানুষ সরকারের উপর ক্ষুব্ধ হতে পারেন। সেই কারণেই রাজ্যজুড়ে যজ্ঞের আয়োজন করা হচ্ছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুজরাত মন্ত্রিসভার বৈঠকে এই যজ্ঞ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপমুখ্যমন্ত্রী নীতীন পটেল জানিয়েছেন, তিনি, মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী এবং সরকারি আধিকারিকরা যজ্ঞে যোগ দেবেন। প্রসাদ বিতরণও করা হবে
এই মরসুমে যাতে পর্যাপ্ত বৃষ্টি হয়, তার জন্য যজ্ঞ করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার
গুজরাত সরকার জলাশয়গুলির গভীরতা বাড়ানোর জন্য এক মাসব্যাপী সুজলম সুফলম জল অভিযান প্রকল্পের কাজ শুরু করেছে। এরই সঙ্গে করা হবে যজ্ঞ
গুজরাতে এবার মারাত্মক গরম পড়েছে। জলাধারগুলি দ্রুত শুকিয়ে আসছে। ফলে খরা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই পর্যাপ্ত বৃষ্টি চাইছেন গুজরাতের মানুষ
বিজয় রূপানি সরকার জানিয়েছে, ইন্দ্রদেব ও বরুণদেবকে সন্তুষ্ট করার জন্য ৩৩টি জেলা ও আটটি প্রধান শহরে হবে এই যজ্ঞ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -