LIVE UPDATES: কাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন, সঙ্গে ৭ নির্দলের সমর্থন, দাবি খট্টরের

গোপালের ভাই গোবিন্দ কান্ডা দাবি করেছেন, তাঁর দাদার সঙ্গে আরও ৫ বিধায়কের যোগাযোগ রয়েছে, বিজেপিকে সরকার গড়তে নিঃশর্ত সমর্থন করবেন তাঁরা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Oct 2019 12:53 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: হরিয়ানায় কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফল হয়েছে ত্রিশঙ্কু। মনে করা হচ্ছিল, ক্ষমতার চাবিকাঠি দুষ্যন্ত চৌতালার জজপার হাতে। কিন্তু দেখা যাচ্ছে, কিং মেকার হয়ে উঠতে চলেছেন অন্যান্য ছোট দল...More

ভারতীয় লোকদলের ১ বিধায়কেরও সমর্থন রয়েছে তাঁদের সঙ্গে, দাবি করেছেন খট্টর।