LIVE UPDATES: মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি, ইঙ্গিত এক্সিট পোলে

আজ যতগুলি আসনে ভোট চলছে সেগুলির ফল ঘোষণা হবে ২৪ তারিখ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Oct 2019 07:09 PM
হরিয়ানাতেও পর্যুদস্ত হতে পারে বিরোধীরা। এক্সিট পোলের ফলাফল অনুযায়ী, এই রাজ্যের ভোটে ৪৪ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের বহু পিছনে ফেলে সরকার গঠনের জায়গায় পৌঁছে যেতে পারে বিজেপি। এক্সিট পোল অনুসারে, বিজেপি পেতে পারে ৪৪ শতাংশ ভোট। বহু পিছনে দ্বিতীয় স্থানে কংগ্রেস কংগ্রেস পেতে পারে ২৮ শতাংশ ভোট। জেজেপি ১৭ শতাংশ ও অন্যান্যরা ১১ শতাংশ ভোট পেতে পারে। হরিয়ানা বিধানসভার ৯০ আসনের মধ্যে বিজেপি একাই পেতে পারে ৭০ আসন। কংগ্রেস ৮ এবং অন্যান্যরা ১২ আসন পেতে পারে।

বুথফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী, মহারাষ্ট্রে ফের সরকার গড়তে চলেছে এনডিএ জোট। এনডিএ-র আসন সংখ্যা এবার ২০০ ছাড়াতে পারে। বিজেপি-শিবসেনা জোট পেতে পারে ৪৬ শতাংশ ভোট, কংগ্রেস-এনসিপি জোটের মিলতে পারে ৩৭ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ১৭ শতাংশ ভোট। রাজ্য বিধানসভার ২৮৮ আসনের মধ্যে বিজেপি জোট ২১০, কংগ্রেস জোট ৬৩ এবং অন্যান্যরা ১৫ টি আসন পেতে পারে।
মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হল। মহারাষ্ট্রে বিকেল পাঁচটা পর্যন্ত ৫৪.৫৩ শতাংশ এবং হরিয়ানায় ৬০.৩৬ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। এবিপি আনন্দ-সি ভোটার এক্সিট পোলের ফল দেখুন।
ভোট দিলেন শাহরুখ, অমিতাভ বচ্চন, জয়া বচ্চনরা।
বান্দ্রা (পশ্চিম)-এর একটি পোলিং বুথে ভোট দিলেন সচিন তেন্ডুলকর, তাঁর স্ত্রী অঞ্জলি ও ছেলে অর্জুন।
বান্দ্রা (পশ্চিম)-এর একটি পোলিং বুথে ভোট দিলেন সচিন তেন্ডুলকর, তাঁর স্ত্রী অঞ্জলি ও ছেলে অর্জুন।
হরিয়ানার সিরসায় ট্র্যাক্টরে চড়ে ভোট দিতে এলেন জজপা নেতা দুষ্যন্ত চৌতালা ও তাঁর পরিবার।
হরিয়ানার সিরসায় ট্র্যাক্টরে চড়ে ভোট দিতে এলেন জজপা নেতা দুষ্যন্ত চৌতালা ও তাঁর পরিবার।
নাগপুর কেন্দ্রে ভোট দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ভোটে লড়ছেন মুম্বইয়ের ওরলি থেকে। তিনিই ঠাকরে পরিবারের প্রথম সদস্য যিনি এ ধরনের ভোটে লড়ছেন। ভোটদানের আগে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন তিনি।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ভোটে লড়ছেন মুম্বইয়ের ওরলি থেকে। তিনিই ঠাকরে পরিবারের প্রথম সদস্য যিনি এ ধরনের ভোটে লড়ছেন। ভোটদানের আগে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন তিনি।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: হরিয়ানার ৯০ ও মহারাষ্ট্রের ২৮৮টি আসনে চলছে বিধানসভা নির্বাচন। সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। পাশাপাশি আরও ১৮টি রাজ্যের ৫১টি বিধানসভা আসন ও ২টি লোকসভা আসনে উপনির্বাচন চলছে। আজ যতগুলি আসনে ভোট চলছে সেগুলির ফল ঘোষণা হবে ২৪ তারিখ।

মহারাষ্ট্র ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে লড়াই কংগ্রেস-এনসিপি জোটের। হরিয়ানায় ক্ষমতাসীন বিজেপি লড়ছে কংগ্রেস ও নবগঠিত দল জননায়ক জনতা পার্টি বা জজপার বিরুদ্ধে। একই সঙ্গে মহারাষ্ট্রের সাতারা লোকসভা আসনে আজ চলছে উপনির্বাচন। বিহারের সমস্তিপুর লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন চলছে।

রেকর্ড সংখ্যক ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটদাতাদের আহ্বান জানিয়েছেন।



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.