LIVE UPDATES: মহারাষ্ট্র ও হরিয়ানার ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি, ইঙ্গিত এক্সিট পোলে

আজ যতগুলি আসনে ভোট চলছে সেগুলির ফল ঘোষণা হবে ২৪ তারিখ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Oct 2019 07:09 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: হরিয়ানার ৯০ ও মহারাষ্ট্রের ২৮৮টি আসনে চলছে বিধানসভা নির্বাচন। সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। পাশাপাশি আরও ১৮টি রাজ্যের ৫১টি বিধানসভা আসন ও ২টি লোকসভা আসনে উপনির্বাচন চলছে। আজ...More

হরিয়ানাতেও পর্যুদস্ত হতে পারে বিরোধীরা। এক্সিট পোলের ফলাফল অনুযায়ী, এই রাজ্যের ভোটে ৪৪ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের বহু পিছনে ফেলে সরকার গঠনের জায়গায় পৌঁছে যেতে পারে বিজেপি। এক্সিট পোল অনুসারে, বিজেপি পেতে পারে ৪৪ শতাংশ ভোট। বহু পিছনে দ্বিতীয় স্থানে কংগ্রেস কংগ্রেস পেতে পারে ২৮ শতাংশ ভোট। জেজেপি ১৭ শতাংশ ও অন্যান্যরা ১১ শতাংশ ভোট পেতে পারে। হরিয়ানা বিধানসভার ৯০ আসনের মধ্যে বিজেপি একাই পেতে পারে ৭০ আসন। কংগ্রেস ৮ এবং অন্যান্যরা ১২ আসন পেতে পারে।