সামির সঙ্গে বিবাদে নয়া মোড়, আমরোহার বাড়িতে পৌঁছলেন হাসিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2018 02:15 PM (IST)
1
দিল্লির কোচও বলেছেন, ব্যক্তিগত সমস্যার কারণেই সামির কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যাচ্ছে না।
2
সামি বর্তমানে আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলছেন। কিন্তু স্ত্রীর সঙ্গে বিবাদের ছায়া তাঁর পারফরম্যান্সে পড়েছে বলেই মনে করা হচ্ছে।
3
হাসিনের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সায়রা ও আইনজীবী জাকির হুসেনও। হাসিন আমরোহায় সামির বাড়ির তালা ভাঙারও চেষ্টা করেন বলে খবর।
4
হাসিন যখন সেখানে পৌঁছন তখন বাড়িতে তালা দেওয়া ছিল। তা দেখে সেখানেই বসে পড়েন হাসিন।
5
স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের সূত্রপাতের পর এই প্রথম হাসিন সামির আমরোহার বাড়িতে গিয়ে পৌঁছলেন।
6
টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহানের বিবাদে নয়া মাত্রা যোগ হল।