মাউন্ট আবুতে দাবানল, নেভাতে তৎপর বায়ুসেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2017 09:50 PM (IST)
1
জানা গিয়েছে, দাবানল নিয়ন্ত্রণ করার কাজ কাল পুনরায় শুরু হবে। সব ছবি- প্রতিরক্ষামন্ত্রক সূত্রে প্রাপ্ত
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
লক্ষ্য, যাতে কোনও গ্রাম আগুনের গ্রাসে না আসে।
3
শুক্রবার দুপুরে রাজস্থান সরকারের তরফে বায়ুসেনার কাছে সহায়তার আবেদন করে জানানো হয়, মাউন্ট আবুর পাদদেশে মারাত্মক দাবানল লেগেছে। তা দ্রুত ছড়িয়ে পড়ছে।
4
সাতবার চক্কর মেরে প্রথমে জনবহুল অঞ্চলে প্রায় ২০ হাজার লিটার জল ঢালা হয়।
5
এই খবর পেয়েই সঙ্গে সঙ্গে রওনা দেয় বায়ুসেনা। বাম্বি বাকেট নিয়ে তারা ফালোডি বেস থেকে রওনা দেয় এমআই-১৭ ভি-৫ চপার।
6
পাশে নাক্কি হৃদ থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করে বায়ুসেনা।
india-news (india-news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -