আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম ভরসা টি-৯০ যুদ্ধট্যাঙ্ক, লাগানো হচ্ছে আধুনিক মিসাইল সিস্টেম
চিনের দাবি, ডোকালাম তাদের ভূখণ্ডের অংশ। ভারতের পাল্টা দাবি, এই এলাকাটি ভূটানের। এর জেরে দুদেশের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
প্রসঙ্গত, ভারত ও চিনের মধ্যে চলা ডোকালাম সংঘাতকে মাথায় রেখেই এই পরিকল্পনা নিয়েছে সেনা। গত দুমাস ধরে ভারত-চিন সীমান্তের সিকিম সেক্টরে ডোকালামে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে দুদেশের সেনার মধ্যে। গত জুন মাসে, ডোকালামে চিন সড়ক নির্মাণ করতে গেলে তা রুখে দেয় ভারত।
ফলে, এখন তাকে পাল্টে দেওয়া উচিত। বদলে এই উন্নত ক্ষমতাসম্পন্ন পরবর্তী প্রজন্মের মিসাইল সিস্টেম ব্যবহার করা উচিত বলে জানানো হয়েছে। পাশাপাশি, টি-৯০ ট্যাঙ্কে একটি পৃথক মড্যুলার ইঞ্জিন বসানোর আলাদা প্রকল্প হাতে নিয়েছে সেনা। যাতে সমুদ্রতল থেকে অধিক উঁচু জায়গায় যুদ্ধ লাগলে হামলার ক্ষমতা থাকে এই ট্যাঙ্কের।
বর্তমানে এই ট্যাঙ্কে রয়েছে লেজার ডাইরেক্টেড ইনভার মিসাইল সিস্টেম। সেনা সূত্রে খবর, এবার তাকে সরিয়ে তৃতীয় প্রজন্মের গান-লঞ্চড মিসাইল ফিট করা হবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত এক সেনা নথিতে বলা হয়েছে, ইনভার মিসাইলকে যতটা সম্ভবত আধুনিক করা হয়ে গিয়েছে। আর করা সম্ভব নয়।
হামলার ক্ষমতা বৃদ্ধি করতে টি-৯০ মেন ব্যাটল ট্যাঙ্ককে আরও ভাল করার এক পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। শোনা যাচ্ছে, এই ট্যাঙ্কে তৃতীয় প্রজন্মের মিসাইল সিস্টেম লাগানো হবে।