দেশের বৃহত্তম যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যেও এবার এটিএম
রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী ২০১৩-তে নৌ সেনার অন্তর্ভূক্ত হয় আইএনএস বিক্রমাদিত্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে পরিষেবা থেকে সরিয়ে দেওয়া যুদ্ধবিমানবাহী জাহাজ আইএনএস বিরাটেও এটিএম ছিল। তবে শুধুমাত্র বন্দরে থাকলেই এই এটিএমে পরিষেবা পাওয়া যেত। কিন্তু আইএনএস বিক্রমাদিত্যে স্যাটেলাইট লিঙ্ক চালিত এটিএম মাঝসমুদ্রেও কার্যকর থাকবে বলে আধিকারিকরা জানিয়েছেন।
দেশের বিভিন্ন প্রান্তে যখন নোট বাতিলের ধাক্কায় ব্যাঙ্ক ও এটিএমগুলির সামনে ভিড়, তখন যুদ্ধজাহাজে এটিএম মেশিন বসানোর ব্যবস্থা করা হল।
যুদ্ধজাহাজ রয়েছে সমুদ্রে। তাই স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে কাজ করবে এটিএম।
এই যুদ্ধজাহাজে এটিএম বসাতে নৌবাহিনী দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।
দেশের বৃহত্তম যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্যেও এবার এটিএম মেশিন। যুদ্ধজাহাজ বহনে সক্ষম এই অতিকায় জাহাজে নাবিক ও আধিকারিকদের সংখ্যা নেহাত কম নয়। নাবিক রয়েছেন দেড় হাজার জন, অফিসার ১১০ জন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -