২৯ সেপ্টেম্বর থেকে ভারতে মিলবে আইফোন ৮, আইফোন ৮ প্লাস, দাম শুরু ৬৪ হাজার থেকে
ভিডিও শ্যুটিংয়ের ক্ষেত্রে আইফোন ৮ ও ৮ প্লাস 4K 60 fps সাপোর্ট করে। কাচের বডি এবং অন্যান্য বৈশিষ্ট্য ছাড়া আইফোন ৮ ও ৮ প্লাসকে দেখতে অনেকটাই পূর্বসুরী আইফোন ৭ প্লাসের মতো।
ক্যামেরার কথা বলতে গেলে আইফোন ৮-তে ১২ মেগাপিক্সেল সিঙ্গল রিয়ার ক্যামেরা রয়েছে। আইফোন ৮ ও ৮ প্লাসের ক্যামেরায় লাইটনিং পোট্রেট মোড দেওয়া হয়েছে। অর্থাৎ, ছবি তোলার সময় আপনি ব্যাকগ্রাউন্ড আলো নিয়ন্ত্রণ করতে পারবেন।
আইফোন ৮ প্লাস-এ আবার ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যা f/2.8 এবং f/1.8 অ্যাপার্চারের সঙ্গে আসবে। এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজার্স।
দুটি স্মার্টফোনের ৬৪ জিবি এবং ২৫৬ জিবির উভয় ভেরিয়েন্টেই ২ জিবি র্যাম দেওয়া হয়েছে। ৮ সিরিজের ফোনে প্লাস বডি স্মার্টফোন্সের ঘোষণা করেছে অ্যাপল। এই প্লাস বডির সহায়তায় আইফোন ৮ কিউআই ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা মিলবে।
আইফোন ৮ মডেলে ৪.৭ ইঞ্চির রেটিনা এইচডি ডিসপ্লে রয়েছে। পিক্সেল ইন্টেনসিটি ৩২৬ পিপিআই। অন্যদিকে, আইফোন ৮ প্লাস মডেলে ৫.৫ ইঞ্চির স্ক্রিন রয়েছে। নতুন আইফোনের প্রসেসরেও বদল করা হয়েছে। নতুন মডেলে দেওয়া হয়েছে এ১১ বায়োনিক চিপ। সংস্থার দাবি, পূর্বসূরী এ১০ চিপের তুলনায় তা ৭০ শতাংশ বেশি দ্রুতগতির।
এবার দেখা যাক আইফোন ৮ প্লাস-এর দাম। সংস্থার মতে, এই মডেলের দাম শুরুই হবে ৭৩ হাজার টাকা থেকে। ভারতে আইফোন ৮ প্লাস (৬৪ জিবি) মডেলের দাম হবে ৭৩ হাজার টাকা। অন্যদিকে, ২৫৬ জিবি মডেলের দাম হবে ৮৬ হাজার টাকা।
সংস্থার মতে, আইফোন ৮ (৬৪ জিবি) মডেলের দাম ভারতে ৬৪ হাজার টাকা হবে। অন্যদিকে, ২৫৬ জিবি মডেলের দাম হবে ৭৭ হাজার টাকা।
মঙ্গলবার রাতে ক্যালিফর্নিয়ার কুপার্টিনোয় অবস্থিত সদর দফতরের স্টিভ জোবস থিয়েটার থেকে আইফোন ৮, আইফোন ৮ প্লাস এবং আইফোন ১০ প্রকাশ করল অ্যাপল। বিশ্বজুড়ে আইফোন ভক্তরা নতুন মডেল হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এরমধ্যেই, ভারতে আইফোন ভক্তদের জন্য ভাল খবর দিল অ্যাপল।
নতুন আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস ভারতে কখন থেকে পাওয়া যাবে এবং তার মূল্য কী হবে, তার ঘোষণা গতকালই করেছে অ্যাপল। জানা গিয়েছে, আইফোন ৮ ও ৮ প্লাস আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ভারতের বাজারে পাওয়া যাবে। এই দুই মডেলের দুটি করে ভেরিয়েন্ট-- ৬৪ জিবি এবং ২৫৬ জিবি লঞ্চ করা হয়েছে।