রিলায়েন্স জিও-র নয়া অফার: জিওফাই হটস্পট ৭৯৯ টাকায় কিনলে মিলবে ২৩০০ টাকার বাড়তি সুবিধা
জিও তাদের গ্রাহকদের একের পর এক অফার দিয়েই চলেছে। সেই মতো এবার জিওফাই-তেও মিলছে বড় ছাড়। রিলায়েন্স জিও-র পোর্টেবল ওয়াই-ফাই হটস্পট জিওফাই এবার ৭৯৯ টাকায় পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইটে নতুন দাম সম্পর্কে জানানো হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোম্পানির ওয়েবাসাইটে জিওফাই-এর ব্যানার দিয়ে লেখা হয়েছে যে, এবার গ্রাহক জিওফাই হটস্পট ৭৯৯ টাকার ইফেক্টেটিভ মূল্যে কিনতে পারবেন। সেই সঙ্গে কোম্পানি ২৩০০ টাকার অতিরিক্ত ভাউচারও দিচ্ছে। এই ভাউচার কোম্পানি পেটিএম, রিলায়েন্স ডিজিটাল ও অজিও কুপন হিসেবে দেবে।
উল্লেখ্য, ২০১৬-তে জিও তাদের জিওফাই হটস্পট ডোঙ্গল ১,৯৯৯ টাকায় বাজারে নিয়ে এসেছিল। এরপর কোম্পানি বিশেষ অফারে তা ৯ ৯৯ টাকায় কেনার সুযোগ দিয়েছিল। এবার গ্রাহকরা তা ৭৯৯ টাকায় কিনতে পারবেন।
গত শুক্রবার মেয়াদ ফুরোনোর একদিন আগে জিও তাদের গ্রাহকদের আগামী এক বছর প্রাইম সাবক্রিপশন দেওয়ার ঘোষণা করেছিল। এর আগে গ্রাহকদের প্রাইম মেম্বারশিপ গ্রহণের জন্য ৯৯ টাকা দিতে হত। কিন্তু আগামী ১ বছর বর্তমান প্রাইম গ্রাহকদের এরজন্য কোনও মূল্য দিতে হবে না। জিও-র নতুন গ্রাহকরা ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -