গুরমেহর বিতর্কে তীব্র কটাক্ষ জ্বালা গুট্টার, দেখুন তাঁর নিশানা কারা
সবশেষে যাঁরা বিদ্বেষ ছড়াচ্ছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন জ্বালা।এভাবে গুরমেহরকে বিদ্রুপকারীদের কটাক্ষ করলেন জ্বালা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি আরও লিখেছেন, এখন স্বাধীনতার মানে বুঝতে অসুবিধা হয়।
দ্বিতীয় ট্যুইটে জ্বালা বলেছেন, বার্তাটা যে শান্তির তা না বুঝেই ক্রীড়া জগতের কেউ কেউ মন্তব্য করতে শুরু করেছেন। এটা খুবই দুঃখের।
প্রথম ট্যুইটে জ্বালা লিখেছেন, একজন যখন শান্তির কথা বলছেন তখন কেউ কেউ পাকিস্তান শব্দটি নিয়ে হৈহল্লা ফেলে দেন।
ভারতীয় সেনাবাহিনীর শহিদ জওয়ানের কন্যা তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহর কউরের ভিডিও নিয়ে পরস্পরবিরোধী মতামত জানিয়েছেন ভারতের দুই অন্যতম সেরা ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ ও গৌতম গম্ভীর। ওই ভিডিওতে গুরমেহর বলেছিলেন, পাকিস্তান নয়, তাঁর বাবাকে খুন করেছে যুদ্ধ। সহবাগ এর পরিপ্রেক্ষিতে ট্যুইটে কটাক্ষ করেন। একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, দুটি ট্রিপল সেঞ্চুরি, আমি নয়, আমার ব্যাট করেছে। (যদিও সহবাদ পরে ব্যাখ্যা দিয়ে বলেছেন, এটা একটা কৌতুক। গুরমেহরের বিরুদ্ধে তিনি কিছু বলতে চাননি। তাঁর মতপ্রকাশের সম্পূর্ণ অধিকার রয়েছে। এছাড়াও সহবাগ বলেছেন, কোনও ভিন্নমতের বিরুদ্ধে তিনি কিছু বলেননি।) এরপর গম্ভীর একটি ভিডিও পোস্ট করে গুরমেহরের পাশে দাঁড়িয়েছেন। গুরমেহরের সমালোচনা করেছেন যোগেশ্বর দত্ত ও ববিতা ফোগতের মতো খেলোয়াড়রাও। এবার এই বিতর্কে যোগ দিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা। তিন-তিনটি ট্যুইট পোস্ট করে তিনি গুরমেহরের বিরুদ্ধে করা মন্তব্যগুলির বিরোধিতা করলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -