কর্ণাটক সঙ্কট: ‘ঐক্যবদ্ধ আছি, বিধানসভায় যাওয়ার কোনও প্রশ্নই নেই’, জানিয়ে দিলেন বিদ্রোহীরা

শীর্ষ আদালত এ-ও জানিয়ে দিল, সময়ের-মধ্যেই স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে বিদ্রোহীদের ইস্তফা নিয়ে। তবে, সেই সময় ঠিক করবেন স্পিকারই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Jul 2019 01:10 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি ও বেঙ্গালুরু: কর্ণাটকে রাজনৈতিক সঙ্কট মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, ১৫ বিদ্রোহী বিধায়কের ভাগ্য নির্ধারিত হবে বিধায়সভায়। স্পিকারকেই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই সিদ্ধান্ত নিতে...More