কর্নাটক ভোট: বিজেপির সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলড রাহুল, টুইটারে ভাইরাল টিকা-টিপ্পনি
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পার জয় এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সিদ্দারামাইয়ার হার নিয়েও সোশ্যাল মিডিয়ায় এভাবে মজা করা হচ্ছে। ছবি টুইটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্বাচনী প্রচারে রাহুল গাঁধী যে ভাষণ দিয়েছিলেন, তাকেও হাতিয়ার করে কংগ্রেস সভাপতিকে টিপ্পনি করা হয়েছে। ছবি টুইটার।
কর্নাটকের ফল থেকে রাহুলকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। ছবি টুইটার।
কর্নাটকে কংগ্রেসের হারের পর অক্ষয় কুমারের ছবির সংলাপকে এমনভাবেই পেশ করে রাহুলকে কটাক্ষ করা হয়েছে। ছবি টুইটার।
ফলাফল বের হতেই, জনপ্রিয় পার্লে জি বিস্কুটের মোড়কে হারলে-জি নাম দিয়ে তাতে রাহুলের মুখ বসিয়ে ট্রোলড করা হয়েছে। ছবি টুইটার।
আজ কর্নাটক ভোটের গণনা শুরু হতেই রাহুল গাঁধী এমনিভাবেই ভ্যানিশ হয়ে গিয়েছেন। ছবি টুইটার।
বিজেপি যেখানে নিজের জয়ের রাস্তায় অনেকটাই এগিয়ে গিয়েছে, দেশব্যাপী বয়ে যাওয়া বিজেপি-ঝড়ে কংগ্রেস নিজেকে আনসেফ বলে ঘোষণা করেছে। ছবি টুইটার।
এই ফাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে দেখা যায় রাহুলকে। এখানে তুলে ধরা হল টুইটারে রাহুলকে ট্রোলড করে তৈরি কিছু বাছাই করা মীম। ছবি টুইটার।
আজ কর্নাটক নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর যেমন যেমন বিজেপি এগিয়ে যেতে শুরু করে, তেমন তেমন ‘আব কি বার বিজেপি সরকার’-এর স্লোগানের তেজ বাড়তে থাকে। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টার পাত্র হতে দেখা যায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে। ছবি টুইটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -