✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

বিদেশে উচ্চশিক্ষা নিতে চান? তাহলে এই স্কলারশিপগুলির কথা জানতেই হবে আপনাকে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  10 Jan 2018 08:28 PM (IST)
1

এসইআরবি নিউটন-ভাভা আন্তর্জাতিক স্কলারশিপ-- এই প্রকল্পের আওতায় সায়েন্স, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতের ক্ষেত্রে পোস্ট-ডক্টরেট স্তরে গবষণারত পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপের পরিমাণ ২ বছরে ৯৯ হাজার পাউন্ড! এই স্কলারশিপ সম্বন্ধীয় বিস্তারিত তথ্য নীচের লিঙ্কে পাওয়া যাবে- http://www.serb.gov.in/opf.php

2

প্রবাসে পোস্ট-ডক্টোরাল স্কলারশিপ-- এই প্রকল্পের উদ্দেশ্য হল বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ভারতকে শক্তিশালী করে তোলা। এই স্কলারশিপ পেতে হলে আবেদনকারী পড়ুয়ারদের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী হতে হবে। মার্কিন মুলুক বাদ দিয়ে বিশ্বের যে কোনও দেশে পড়তে ইচ্ছুকদের এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ সম্বন্ধীয় বিস্তারিত তথ্য নীচের লিঙ্কে পাওয়া যাবে- http://www.serb.gov.in/opf.php

3

কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক পরিচালিত প্রবাসে ডক্টোরাল ফেলোশিপ প্রোগ্রাম চালু হয়েছে। এর আওতায় গবেষণারত পড়ুয়াদের প্রতিমাসে ২ হাজার মার্কিন ডলার স্কলারশিপ দেওয়া হয়। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও কানাডার মতো দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞান, মেডিসিন ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গবেষণারত পড়ুয়াদের লাভ হয়। এই স্কলারশিপ সম্বন্ধীয় বিস্তারিত তথ্য নীচের লিঙ্কে পাওয়া যাবে- http://www.serb.gov.in/odf.php

4

রমন-চর্পক স্কলারশিপ-- কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, বিদেশ মন্ত্রক ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে ২০১৩ সালে এই স্কলারশিপের সূচনা হয়। এই স্কলারশিপের উদ্দেশ্য হল ভারত ও ফ্রান্সে গবেষণা ও ডক্টরেট পড়ুয়াদের আর্থিক মদত করা। এর মাধ্যমে ভারত ও ফ্রান্সের পড়ুয়ারা একে অপরের দেশে গিয়ে গবেষণা করতে পারবেন। এই স্কলারশিপ সম্বন্ধীয় বিস্তারিত তথ্য নীচের লিঙ্কে পাওয়া যাবে- http://www.cefipra.org/Raman_Charpak.aspx

5

তফশিলি জাতি শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্য জাতীয় প্রবাসী স্কলারশিপ যোজনা শুরু করেছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রক। এর মাধ্যমে যে সব পড়ুয়ারা বিদেশে স্নাতকোত্তর ও পিএইচডি করতে চান, তাঁরা আবেদন করতে পারেন। প্রতি বছর ১০০ জনকে এই স্কলারশিপ দেওয়া হয়। এর জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হওয়া জরুরি। এই স্কলারশিপ সম্বন্ধীয় বিস্তারিত তথ্য নীচের লিঙ্কে পাওয়া যাবে- http://socialjustice.nic.in/SchemeList/Send/28?mid=24541

6

তফশিলি জাতি শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্য জাতীয় প্রবাসী স্কলারশিপ যোজনা শুরু করেছে কেন্দ্রীয় উপজাতি-বিষয়ক মন্ত্রক। লক্ষ্য, বিদেশি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে স্নাতকোত্তর, পিএইচডি এবং ডক্টরেট করার পরও যে সকল মেধাবীরা এই বিষয়ে গবেষণায় ইচ্ছুক তাঁদের স্কলারশিপ প্রদান করা। প্রতি বছর ২০ জনকে এই স্কলারশিপ দেওয়া হয়। এর জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হওয়া জরুরি। এই স্কলারশিপ সম্বন্ধীয় বিস্তারিত তথ্য নীচের লিঙ্কে পাওয়া যাবে- https://tribal.nic.in/DivisionsFiles/Education/RevisedGuidelinesNOSST1718.pdf

7

দেশের বহু তরুণ অক্সফোর্ড, কেমব্রিজ এবং হার্ভার্ডের মতো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু অর্থের অভাবে তাঁদের সেই স্বপ্ন কখনই পূরণ হয় না। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই। আজ এখানে ভারত সরকার পরিচালিত এমন কিছু স্কলারশিপের বিষয়ে জানানো হবে, যার মাধ্যমে দেশের মেধাবী পড়ুয়াদের বিদেশে পড়ার স্বপ্ন পূরণ হবে।

  • হোম
  • India-news
  • ভারত
  • বিদেশে উচ্চশিক্ষা নিতে চান? তাহলে এই স্কলারশিপগুলির কথা জানতেই হবে আপনাকে...
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.