ছেলে তেজপ্রতাপের বিয়ে, তিনদিনের প্যারোল পেলেন লালুপ্রসাদ যাদব
লালুপ্রসাদের আগমনের বার্তায় সেই প্রস্তুতির তেজ আরও বেড়ে গিয়েছে।
জোরকদমে বিয়ের আগের শেষ মুহূর্তের প্রস্তুতি।
এখন পটনার ১০ সার্কুলার রোডে লালুপ্রসাদ ও রাবড়ি দেবীর বাংলো এখন গমগম করছে।
তেজপ্রতাপ টুইটারে বাবার উদ্দেশ্যে লেখেন, মিস ইউ পাপা।
ছেলের বিয়েতে আসছেন লালুপ্রসাদ-- এই খবর জানতে পেরে খুশির হাওয়া দ্বিগুন হয়ে গিয়েছে যাদব পরিবারে।
প্রসঙ্গত, শনিবার আরজেডি বিধায়ক চন্দ্রিকা রাইয়ের মেয়ের সঙ্গে লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে হওয়ার কথা।
তিনি যোগ করেন, প্যারোল শেষ হওয়ার পর সম্ভবত ১৪ তারিখ পটনায় ফিরে আসবেন লালুপ্রসাদ।
রাঁচি থেকে লালুপ্রসাদের ঘনিষ্ঠ সহযোগী তথা দলের সাধারণ সম্পাদক ভোলা যাদব জানান, তাঁরা বৃহস্পচতিবার সন্ধ্যার বিমানে পটনা পৌঁছবেন।
সূত্রের খবর, গত সোমবার দলের সুপ্রিমোর পাঁচদিনের প্যারোলের আবেদন করা হয়েছিল আরজেডি-র তরফে। কিন্তু, তিনদিনের মঞ্জুরি মিলেছে।
আইজি (কারা) হর্ষ মঙ্গলা জানান, তিনদিনের প্যারোল পেয়েছেন লালুপ্রসাদ। তবে, কবে থেকে ওই প্যারোল শুরু হবে তা জানাননি তিনি।
বর্তমানে, রাঁচির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
গত ডিসেম্বর মাসে তিনটি পশুখাদ্য মামলায় রাঁচির সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ।
শনিবার ছেলের বিয়ে উপলক্ষ্যে তিনদিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন জেলবন্দি আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব।