ওয়াইনাড়ে বিষ্ণু মন্দিরে পুজো দিলেন রাহুল গাঁধী, দেখুন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2019 12:12 PM (IST)
1
প্রসঙ্গত ওয়াইনাড়ের সঙ্গে উত্তর প্রদেশের অমেঠি আসন থেকেও লড়বেন তিনি।
2
উল্লেখ্য গতকাল ওয়েইনাড়ে একটি নির্বাচনী জনসভাও করেন রাহুল। সেখানে কেরল থেকে প্রার্থী হওয়া নিয়ে তিনি বলেন, “কেরলের মানুযষের আন্তরিকতায় আমি মুগ্ধ। এখানকার মানুষ জানেন, অন্যের মত-কে কীভাবে সম্মান দিতে হয়।”
3
উত্তর ওয়াইনাড়ে প্রায় ৯০০ মিটার উচুতে অবস্থিত এই মন্দির।
4