নয়াদিল্লি ও মুম্বই: রফার ইঙ্গিত মিললেও এখনও বিজেপি-শিবসেনার মধ্যে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে সমাধান অধরা। মঙ্গলবারও, মুখ্যমন্ত্রিত্বের দাবিতে অনড় শিবসেনা। দলের মুখপাত্র সঞ্জয় রাউত ফের একবার জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী হবে শুধুমাত্র শিবসেনা। সরকার গঠন না হওয়ার নেপথ্যে যে তাঁর দল দায়ী নয়, তাও এদিন জানিয়ে দেন সঞ্জয়। বলেন, শিবসেনা হাঙ্গামা করেনি। ফলত, রাজ্যে সরকার গঠন না হওয়ার জন্য তাঁরা কোনও মতে দায়ী নন। তিনি যোগ করেন, এটা ন্যায় ও সত্যের লড়াই। আমাদের জয় হবেই।





প্রসঙ্গত, এদিনই ঠাকরেদের বাসভবন মাতোশ্রীর সামনে পোস্টার নজরে এসেছে। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে আদিত্য ঠাকরের নামের দাবি তোলা হয়েছে। সদ্য বিধানসভা নির্বাচনে ওরলি কেন্দ্র থেকে ৬৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে জেতেন উদ্ধব-পুত্র।
খবরে প্রকাশ, আদিত্যকে মুখ্যমন্ত্রিত্ব এবং দলকে গুরুত্বপূর্ণ মন্ত্রক দিতে অস্বীকার করায় বিজেপির ওপর বেজায় চটেছে শিবসেনা। একদিকে যেখানে বিজেপি-শিবসেনা চাপানউতর অব্যাহত, সেখানে ২৮৮-আসন বিশিষ্ট বিধানসভায় ১৭৫ জনের সমর্থন রয়েছে তাদের সঙ্গে বলে দাবি করেছেন উদ্ধব ঠাকরেরা।